প্রশাসনের কড়া হুঁশিয়ারি সত্ত্বেও মহানবী সা:-কে নিয়ে মন্তব্য বিতর্কের জেরে অশান্তি অব্যাহত ভারতের পশ্চিম বঙ্গে। সোমবার সকাল থেকে উত্তর ২৪ পরগনার বারাোতে রেল অবরোধ শুরু হয়েছে।
বারাসাতের কাজিপাড়ার কাছে রেললাইনে আগুন জ্বালিয়ে প্রতিবাদে নেমেছেন একদল বিক্ষোভকারী। যার জেরে সকাল থেকেই ব্যাহত শিয়ালদহ-হাসনাবাদ শাখার ট্রেন চলাচল। সপ্তাহের প্রথম কাজের দিন এই অবরোধের ফলে চূড়ান্ত সমস্যায় নিত্যযাত্রীরা।
সোমবার সকালে বারাসাতের কাজিপাড়ার কাছে রেললাইনে নেমে অবরোধ শুরু করেন একদল বিক্ষোভকারী। রেলট্র্যাকের উপর আগুন জ্বালিয়ে দেয়া হয়। যার ফলে আটকে পড়ে শিয়ালদহ-হাসনাবাদ শাখার আপ ও ডাউন লাইনে ট্রেন চলাচল।
সকালে কাজে বেরিয়ে এভাবে আটকে পড়ায় ভোগান্তির মুখে পড়েছেন যাত্রীরা। বিকল্প পথে গন্তব্যে যাওয়ার চেষ্টা করতে হয়। রেল অবরোধের জেরে সড়কপথেও চাপ বাড়ছে।
সূত্র : সংবাদ প্রতিদিন