নিজস্ব প্রতিবেদক: রাজনৈতিক উদ্দেশ্য নিউমার্কেট এলাকার ব্যবসায়ী ও ছাত্রদের সংঘর্ষের ঘটনায় বিএনপি নেতাকর্মীদের গ্রেপ্তার ও আসামি করা হয়েছে বলে অভিযোগ করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আজ শনিবার ( ২৩ শে এপ্রিল) রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এই অভিযোগ করেন। ওই ঘটনায় গ্রেপ্তার হওয়া বিএনপি নেতা মকবুল হোসেনের মুক্তি ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে ২৬ এপ্রিল প্রতিবাদ সভা করার ঘোষণা দিয়েছে দলটি। এছাড়া, ঘটনা তদন্তে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে বিএনপি।