বরিশাল বিভাগের ৫ জন শ্রেষ্ঠ জয়িতাকে সম্মাননা প্রদান এবং নারী নির্যাতন ও বাল্যবিবাহ প্রতিরোধে নগরীর জেলা শিল্পকলা একাডেমির হলরুমে বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) বেলা ১১টায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে রাখেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা (এমপি)।
মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সহযোগিতায় মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে বিভাগের ৫ জন শ্রেষ্ঠ জয়িতাকে সম্মাননা প্রদান করেন প্রধান অতিথিরা।
শ্রেষ্ঠ জয়িতারা হলেন- অর্থনৈতিকভাবে স্বাবলম্বী অর্জনকারী নারী জবেদা বেগম, শিক্ষা ও চাকরিতে সাফল্য অর্জনকারী ড. রহিমা নাসরিন, সফল জননী মাজেদা বেগম, নির্যাতনের বিভীষিকা ভুলে নতুনভাবে জীবন শুরু করা মরিয়ম বেগম ও সমাজ উন্নয়নে অসামান্য অবদান রাখায় রেহেনা বেগম।
মতবিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব হাসানুজ্জামান কল্লোল, মহিলা বিষয়ক অধিদপ্তরের মহাপরিচালক ফরিদা পারভীন, জাতীয় মহিলা সংস্থার নির্বাহী পরিচালক (অতিরিক্ত সচিব) আবেদা আকতার। বিভাগীয় কমিশনার আমিন উল আহসানের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন মেট্টোপলিটন পুলিশ কমিশনার সাইফুল ইসলাম, জেলা প্রশাসক জাহাঙ্গীর হোসেন, জেলা পুলিশ সুপার ওয়াহিদুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তালুকদার মো. ইউনুস।
সভা সঞ্চালনা করেছেন নেজারুল ইসলাম বাবু ও অন্বেষা দাস প্রমি। সভার শুরুতে জয়ীতাদের ফুলেল শুভেচ্ছা ও অতিথিদের উত্তরীয় পরিয়ে বরণ করা হয়। এরপর জয়ীতাদের জীবনী নিয়ে নির্মিত ডকুমেন্টারি প্রদর্শন করা হয়।