শুক্রবার, ০৪:১৩ পূর্বাহ্ন, ১০ জানুয়ারী ২০২৫, ২৬শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।

ফুটবল কিংবদন্তির জন্য ৩ দিনের রাষ্ট্রীয় শোক

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক :
  • আপডেট টাইম : শুক্রবার, ৩০ ডিসেম্বর, ২০২২
  • ১০০ বার পঠিত

ফুটবল বিশ্বের অন্যতম নক্ষত্রের পতন হয়েছে। মৃত্যুবরণ করেছেন ব্রাজিলের কিংবদন্তি পেলে। তার মৃত্যুতে শোকাহত গোটা দেশ। কালো মানিকের জন্য দেশটিতে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে।

বৃহস্পতিবার পেলের মৃত্যুর পর ব্রাজিল সরকার রাষ্ট্রীয় শোকের ঘোষণা দেয়। এক বিবৃতিতে বলা হয়, ‘কিংবদন্তি ফুটবলার এডসন আরান্তেস দো নাসিমেন্তো পেলের মৃত্যুতে সারাদেশে তিন দিনের আনুষ্ঠানিক শোক ঘোষণা করা হলো।’

‘দ্য ব্রাজিলিয়ান রিপোর্ট’র প্রতিবেদনে বলা হয়, আজ (শুক্রবার) ব্রাজিল সরকার শোক পালনের দিনক্ষণ নির্ধারণ করে দেবে।

পেলের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন ব্রাজিলের নবনির্বাচিত প্রেসিডেন্ট লুইস ইনাসিও লুলা দা সিলভা। ফুটবল রাজার নান্দনিক ফুটবল ক্যারিয়ার স্মরণ করে তিনি বলেন, ‘আমার জীবনের বড় পাওয়া আমি পেলেকে খেলতে দেখেছি। পাচায়েম্বু ও মোরুম্বিতে তাকে জীবন উপভোগ করতে দেখেছি, যা আজকের তরুণ ব্রাজিলিয়ানরা পায়নি। পেলেকে দেখতাম মাঠে দারুণ শো উপহার দিতেন। কারণ যখন সে বল পেতেন, সবসময়ই বিশেষ কিছু করতেন, যা প্রায় সময়ই গোল দিয়ে শেষ হতো।’

সাও পাওলোর গভর্নর অফিসের প্রেস রিলিজে বলা হয়, ‘সবসময়ের শ্রেষ্ঠ অ্যাথলেট ফুটলের রাজা পেলে। একমাত্র তিন বিশ্বকাপ জয়ী তারকা নিজের খেলার মাধ্যমেই মহান প্লেয়ারের তকমা পেয়েছেন।

তিনি ভালো নাগরিক এবং দেশ প্রেমিকও ছিলেন। বিশ্বের যে প্রান্তেই গিয়েছেন ব্রাজিলের প্রতিনিধিত্ব করেছেন পেলে।’

সাও পাওলোর গভর্নর রদ্রিগো গার্সিয়া বলেন, ‘ব্রাজিল ফুটবলের গৌরবান্বিত অধ্যায়ের অন্যতম সেরা নাম পেলে। মিনাস জেরাইসে জন্ম নিলেও সাও পাওলোর সাথে তার আত্মার সম্পর্ক রয়েছে।’

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com