এশিয়া কাপে গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে আফগানিস্তানকে ৬ রানে হারিয়েছে বাংলাদেশ। ফলে আসরের প্রথম পর্বে তিন ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে গ্রুপ পর্ব শেষ করেছে টাইগাররা। এই জয়ে আপাতত টেবিলের দ্বিতীয় স্থানে উঠে এসেছে লিটন দাসের দল। সমান পয়েন্ট শ্রীলংকারও—তারা দুটি ম্যাচেই জয় পেয়েছে। তবে নেট রান রেটে অনেক এগিয়ে রয়েছে লঙ্কানরা।
এখন পর্যন্ত শ্রীলংকার নেট রান রেট: +১.৫৪৬। বাংলাদেশের নেট রান রেট: -০.২৭০। আর আফগানিস্তানের নেট রান রেট: +২.১৫০।
সরাসরি সুপার ফোরে যাওয়ার রাস্তা শ্রীলংকার জন্য অনেকটা সহজ। গ্রুপ পর্বে শেষ ম্যাচে তারা যদি জয় পায় বা ম্যাচটি যদি বৃষ্টিতে পরিত্যক্ত হয়, তাহলে বাংলাদেশ পেছনে পড়ে সুপার ফোরে পা রাখবে লংকানরা।
তবে আফগানিস্তান যদি শ্রীলংকাকে হারিয়ে দেয়, তাহলে তারা গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবেই জায়গা করে নেবে পরবর্তী পর্বে। তখন বাকি একটি স্থান নিয়ে বাংলাদেশ ও শ্রীলংকার মধ্যে ফয়সালা হবে নেট রান রেটে।
যদি গ্রুপের শেষ ম্যাচে আফগানিস্তান আগে ব্যাট করে ২০০ করে, রান তাড়ায় ১২৮ করতে পারলেই শেষ চারে যাবে শ্রীলংকা। আফগানরা ১৫০ করলে শ্রীলংকার ৮৪ করলেই হবে।
আর শ্রীলংকা আগে ব্যাট করলে বাংলাদেশকে সুপার ফোরে তুলতে আফগানিস্তানকে জিততে হবে ১১ থেকে ১২ ওভারের মধ্যে।