শুক্রবার, ০৪:০০ পূর্বাহ্ন, ১৯ সেপ্টেম্বর ২০২৫, ৪ঠা আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।

পেনসিলভানিয়ায় বন্দুকধারীর হামলায় ৩ পুলিশ নিহত

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ৮ বার পঠিত

যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় এক বন্দুকধারীর সঙ্গে মুখোমুখি সংঘর্ষে ৩ জন পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন। একই সঙ্গে আরও ২ জন গুরুতর আহত হয়েছেন। পরে পুলিশের গুলিতে ওই বন্দুকধারীও নিহত হন।

গতকাল বুধবার ইয়র্ক কাউন্টির কোডোরাস টাউনশিপে এ ঘটনা ঘটে।

ব্রিটিশ সংবাদসংস্থা বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, রাজ্য পুলিশের কমিশনার কর্নেল ক্রিস্টোফার প্যারিস জানিয়েছেন, কর্মকর্তারা সেখানে আগের দিনের একটি তদন্তের কাজে গিয়েছিলেন। তবে, কমিশনার তদন্তের বিষয়ে বিস্তারিত না জানালেও এটিকে পারিবারিক কলহ সম্পর্কিত বলে উল্লেখ করেন।

কমিশনার জানান, বন্দুকধারীর হামলায় ৩ পুলিশ কর্মকর্তা ঘটনাস্থলেই প্রাণ হারান এবং গুলিবিদ্ধ ২ জনকে গুরুতর আহত অবস্থায় নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়।

ছবি: এপি।

বিবিসির প্রতিবেদনে আরও বলা হয়েছে, কর্মকর্তারা যখন পারিবারিক কলহ সম্পর্কিত ওই মামলার ঘটনা তদন্তে তল্লাশি চালাতে যান, তখনই এ গুলিবিনিময়ের ঘটনা ঘটে।

এদিকে ঘটনার পর পুলিশের গুলিতে হামলাকারীও নিহত হন। তবে তার পরিচয় এখনও প্রকাশ করা হয়নি। নিহত কর্মকর্তারা কোন সংস্থার সদস্য ছিলেন, তাৎক্ষণিকভাবে সেটিও জানানো হয়নি।

পেনসিলভানিয়ার গভর্নর জোশ শাপিরো হাসপাতালে গিয়ে নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে উপস্থিত স্থানীয় সাংবাদিকদের বলেন, ‘আজ ইয়র্ক কাউন্টি এবং পুরো পেনসিলভানিয়া রাজ্যের জন্য এক ভয়াবহ ও হৃদয়বিদারক দিন।’

গভর্নর জোশ হত ও আহত কর্মকর্তাদের পরিবারের জন্য সবার কাছে প্রার্থনার আহ্বান জানান।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com