‘আমার জেল হবে না ফাঁসি হবে’ শীর্ষক নতুন একটি গান করেছেন আশরাফুল আলম ওরফে হিরো আলম। আজ শুক্রবার দুপুরে সামাজিক যোগাযোগমাধ্যমে গানটি মুক্তি দেওয়া হয়েছে। নতুন গানে হিরো আলমকে ফাঁসির কয়েদি হিসেবে দেখা যাচ্ছে। গতকাল বৃহস্পতিবার গানটি প্রকাশের ঘোষণা দিয়েছিলেন তিনি।
নতুন গান নিয়ে হিরো আলম বলেন, ‘আমি এই গানে একজন কয়েদির চরিত্রে অভিনয় করেছি। গানটাও আমি নিজে গেয়েছি। আমার মনে হলো, একজন কয়েদির বিষয়টি তুলে ধরলে কেমন হয়, সে ভাবনা থেকে এই গান।’
সম্প্রতি ‘বিকৃত সুরে’ রবীন্দ্রসংগীত, নজরুল ও পল্লী গীতি গাইবেন না বলে পুলিশের কাছে মুচলেকা দিয়েছেন হিরো আলম। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম, মূলধারার গণমাধ্যমে প্রচুর আলোচনা-সমালোচনা চলছে। ঠিক সেই মুহূর্তেই নতুন গান মুক্তি দিলেন হিরো আলম।
এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘দুই দিন ধরে তোলপাড় চলছে হিরো আলম নাকি গান গাইবে না। সে কথা ভুল। আমি বলেছি রবীন্দ্রসংগীত, নজরুল গীতি ও পল্লী গীতি গাইব না। আমার নিজের লেখা, নিজের সুর করা গান তো গাইব।’