শনিবার, ১১:৪৮ পূর্বাহ্ন, ১৮ জানুয়ারী ২০২৫, ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
তোফাজ্জলকে পিটিয়ে হত্যা: ২১ ঢাবি শিক্ষার্থীর বিরুদ্ধে চার্জশিট বিতর্ক পাশ কাটিয়ে বড় জয় রাজশাহীর কাল সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি যুদ্ধবিরতি চুক্তি অনুমোদন করল ইসরাইলের নিরাপত্তা মন্ত্রিসভা গণহত্যায় জড়িতদের ব্রাশফায়ার করে মেরে ফেলা উচিত ছিল: নুর নারীদের জন্য সংরক্ষিত আসন মানি না: ফয়জুল করীম ট্রাম্পের শপথ অনুষ্ঠানে আমন্ত্রণ পাননি মোদি! গৌরনদীতে দাদা বাড়ি বেড়াতে এসে শিশু খুন  হত্যা মামলা দায়ের ॥ ২ নারীসহ গ্রেফতার-৪ গৌরনদীতে দিনভর খোঁজাখুঁজি, ভোরে জমিতে পাওয়া গেল লাশ গৌরনদীতে মাদ্রাসার শিশু শিক্ষার্থীদের মধ্যে বই-খাতা, কলম ও গরিব-অসহায়, শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

গৌরনদীতে ভেঙে পড়ল বিদ্যালয়ের নির্মাণাধীন ভবনের সিঁড়ি

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৮ মার্চ, ২০২৩
  • ৭২ বার পঠিত

বরিশালের গৌরনদী উপজেলার চাঁদশী ইউনিয়নের নরসিংহলপট্টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কোটি টাকা ব্যয়ে নির্মাণাধীন দ্বিতল ভবনের সিঁড়ি ভেঙে পড়েছে। এই দুর্ঘটনায় দুজন নির্মাণশ্রমিক সামান্য আহত হয়েছেন।

জানা গেছে, উপজেলার চাঁদশী ইউনিয়নের নরসিংহলপট্টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নতুন দ্বিতল ভবন নির্মাণকাজ চলছে। ২০১৯-২০ অর্থবছরে বরিশাল এলজিইডি জিপিএস প্রকল্পের অধীনে চার কক্ষের দ্বিতল ভবন নির্মাণ প্রকল্প বাস্তবায়নের জন্য ২০২০ সালে কোটি টাকার দরপত্র আহ্বান করা হয়। প্রকল্পটি বাস্তবায়নের জন্য ২০২১ সালে ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স মাদার ইঞ্জিনিয়ারিংয়ের নামে কার্যাদেশ দেওয়া হয়। ২০২২ সালের ডিসেম্বরে মো. দেলোয়ার হোসেন নামের মাদারীপুরের এক ঠিকাদার প্রকল্পের নির্মাণকাজ শুরু করেন।

নরসিংহলপট্টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. খায়রুল ইসলাম বলেন, গত ডিসেম্বরে ঠিকাদার দেলোয়ার হোসেন নতুন দ্বিতল ভবনের নির্মাণকাজ শুরু করেন। জানুয়ারি মাসে প্রথম তলার সিঁড়িসহ একতলার ছাদ ঢালাইয়ের কাজ শেষ হয়। গত ফেব্রুয়ারি মাসে দোতলার সিঁড়িসহ ছাদ ঢালাইয়ের কাজ শেষ হয়। যার দ্বিতীয় তলার সেন্টারিং এখনো খোলা হয়নি। বর্তমানে প্রথম তলার গাঁথুনির কাজ চলছে।

খায়রুল ইসলাম আরও বলেন, ‘গতকাল ২৬ মার্চ স্কুল বন্ধ থাকলেও মহান স্বাধীনতা দিবসের অনুষ্ঠান ছিল। বেলা সাড়ে ১১টার দিকে নির্মাণাধীন ভবনের গোটা সিঁড়িটি ভেঙে পড়ে। তাতে দুজন নির্মাণশ্রমিক সামান্য আহত হয়েছেন।’

বিদ্যালয়ের অভিভাবক কমিটির সভাপতি মো. অলিউর রহমান বলেন, ‘রোববার নির্মাণাধীন ভবনের সিঁড়ি ভেঙে পড়ে। এতে স্বাধীনতা দিবস উপলক্ষে বিদ্যালয়ে আসা অভিভাবক ও শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক দেখা দেয়। তিনি অভিযোগ করেন, প্রভাবশালী ঠিকাদার নিজের ইচ্ছেমতো অনিয়মের মাধ্যমে নির্মাণকাজ করছেন। কাজের মান অত্যন্ত খারাপ। ভবনের কাজ শেষ হয়নি, এখনই সিঁড়ি ভেঙে পড়েছে। না জানি ভবিষ্যতে ভবন ভেঙে কোন ট্র্যাজেডির সৃষ্টি হয়!’

তবে প্রকল্পের ঠিকাদার মো. দেলোয়ার হোসেন দাবি করেন সিঁড়ি ধসে পড়েনি। তিনি বলেন, কাজে কিছু ত্রুটি ছিল। তাই উপজেলা প্রকৌশলীর নির্দেশে সিঁড়ি ভেঙে নতুন করে করা হচ্ছে। তাঁর বিরুদ্ধে ওঠা অন্যান্য অভিযোগও মিথ্যা বলে তিনি দাবি করেন।

এ প্রসঙ্গে গৌরনদী উপজেলা প্রকৌশলী মো. অহিদুজ্জামান বলেন, ভার বহনের ক্ষমতা না থাকায় সিঁড়িটি ভেঙে পড়েছে। কাজে কিছু ত্রুটি থাকায় সিঁড়িটি নতুন করে নির্মাণ করার নির্দেশ দেওয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com