ডেনমার্কের রাজধানী কোপেনহেগেনের একটি শপিং মলে গুলিবর্ষণে বেশ কয়েকজন হতাহত হয়েছে। অন্তত তিনজন নিহত হয়েছে বলে ড্যানিশ পুলিশ জানিয়েছে। আহত তিনজনের অবস্থা সঙ্কটজনক বলেও জানা গেছে। পুলিশ এটিকে সন্ত্রাসী হামলা হিসেবে বিবেচনা করার কথা ভাবছে। হামলাকারী ২২ বছর বয়সী ড্যানিশ তরুণকে আটক করা হয়েছে।
কোপেনহেগেন পুলিশ অপারেশন্স ইউনিটের প্রধান সরেন টমসেন সংবাদ সম্মেলনে বলেন, ফিল্ডস শপিং মলের কাছ থেকে হামলাকারীকে আটক করা হয়েছে।
তিনি বলেন, তিনজন নিহত হয়েছে। এছাড়া আরো কয়েকজন আহত হয়েছে। হামলাকারীর সাথীদের খুঁজে বের করার জন্য পুলিশ ব্যাপকভাবে তল্লাশি অভিযান চালাচ্ছে। তবে আরো লোক এতে জড়িত কিনা তা পুলিশ নিশ্চিত নয়।
তিনি বলেন, স্থানীয় সময় রোববার ৫.৩৬-এ (১৬:৩৬) তারা গুলির প্রথম সতর্কবার্তা পেয়েছিলেন।
শপিং সেন্টারটি কোপেনহেগেনের উপকণ্ঠে অবস্থিত। এর অল্প দূরে থাকা সাবওয়েটি আন্তর্জাতিক বিমানবন্দরের সাথে সংযুক্তি। এছাড়া এর পাশ দিয়ে একটি গুরুত্বপূর্ণ জাতীয় মহাসড়ক রয়েছে।
সূত্র : আলজাজিরা ও বিবিসি