‘ইউজিসি প্রফেসর’ হিসেবে নিয়োগ পেয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) সাবেক উপাচার্য এবং রসায়ন বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. শরীফ এনামুল কবির। আগামী দুই বছরের জন্য তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সংযুক্ত থেকে গবেষণা কার্যক্রম পরিচালনা করবেন।
গতকাল বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের জনসংযোগ ও তথ্য অধিকার বিভাগের পরিচালক ড. শামসুল আরেফিন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।
দেশের তিনজন খ্যাতিমান শিক্ষক ও গবেষককে ইউজিসি প্রফেসর হিসেবে নিয়োগ দিয়েছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১৬ নভেম্বর ইউজিসি প্রফেসরশিপের নিয়োগ সংক্রান্ত এক সভা অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান প্রফেসর ড. কাজী শহীদুল্লাহর সভাপতিত্বে অধ্যাপক ড. শরীফ এনামুল কবিরকে ‘ইউজিসি প্রফেসর’ হিসেবে নিয়োগ দেওয়া হয়।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আগামী দুই বছরের জন্য ইউজিসি প্রফেসর হিসেবে এই তিন বিশিষ্ট গবেষক দায়িত্ব পালন করবেন। যোগদানের তারিখ থেকে তাঁদের মেয়াদকাল গণ্য হবে। তারা আগামী জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে যোগদান করবেন।
অধ্যাপক ড. শরীফ এনামুল কবির জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক। তিনি একই বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্যের দায়িত্ব পালন করেন। এ ছাড়া তিনি বাংলাদেশ কর্ম কমিশনের সদস্য হিসিবেও দায়িত্ব পালন করেন।
অধ্যাপক ড. শরীফ এনামুল কবির ছাড়াও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের কার্ডিওলজি বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ডা. সজল কৃষ্ণ ব্যানার্জি এবং বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষিবিদ্যা বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. সুলতান উদ্দিন ভূঁইয়াও ইউজিসি প্রফেসর হিসেবে নিয়োগপ্রাপ্ত হন।
অধ্যাপক ড. শরীফ এনামুল কবির জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এবং অধ্যাপক ডা. সজল কৃষ্ণ ব্যানার্জি ও অধ্যাপক ড. সুলতান উদ্দিন ভূঁইয়া নিজ নিজ বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সংযুক্ত থেকে গবেষণা কার্যক্রম পরিচালনা করবেন।