অমর একুশে গ্রন্থমেলা আগামী ১৫ ফেব্রুয়ারি শুরু হবে বলে জানিয়েছেন সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ। বুধবার (ফেব্রুয়ারি) বাংলা একাডেমি প্রাঙ্গণে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। তিনি বলেন, ‘গ্রন্থমেলা ১৫ ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে আগামী ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত প্রতিদিন দুপুর ২টা থেকে রাত ৯টা পর্যন্ত চলবে।’
করোনার সংক্রমণ কমলে সময়সীমা বাড়ানো হতে পারে উল্লেখ করে প্রতিমন্ত্রী আরও বলেন, ‘করোনা সংক্রমণ হার কমলে বইমেলার পরিধি বাড়ানোর পরিকল্পনা রয়েছে। সে হিসেবে আগামী মাসের ১৭ তারিখ পর্যন্ত চলতে পারে।’
উল্লেখ্য, দেশে করোনাভাইরাস সংক্রমণের কারণে এ বছর মেলা ২ সপ্তাহের জন্য স্থগিত করা হয়েছে।