ফিটনেস পরীক্ষায় পাস করায় বাংলাদেশের বিপক্ষে ঘরের মাঠে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে ফিরতে পারেন কেমার রোচ। বৃহস্পতিবার অ্যান্টিগায় ওয়েস্ট ইন্ডিজ-বাংলাদেশ টেস্ট সিরিজ শুরু হচ্ছে।
এর আগে প্রথম টেস্টের জন্য ১২ জনের স্কোয়াড ঘোষণা করেছিল উইন্ডিজ। তবে সেই সময়ই বলা হয়েছিল ফিটনেস প্রমাণ করতে পারলে ১৩তম সদস্য হিসেবে যুক্ত হবেন রোচ। অবশেষে চোট থেকে পুরোপুরি সেরে ওঠায় এই পেসার যুক্ত হলেন। বুধবার এক বিবৃতি দিয়ে এমনটি জানায় ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ।
জেসন হোল্ডারের বিশ্রাম ও শ্যানন গ্যাব্রিয়েলের না থাকায় ক্যারিবিয়ানদের পেস আক্রমণে এবার অভিজ্ঞতা কম। রোচও না থাকলে ২০ টেস্ট খেলা আলজারি জোসেফ হতেন দলের অভিজ্ঞতম পেসার।
সঙ্গে স্কোয়াডে আছেন ৭ টেস্ট খেলা জেডেন সিলস, যার টেস্ট ক্যারিয়ারের শুরুটা হয়েছে দুর্দান্ত। এছাড়া আছেন এক টেস্ট খেলা রেমন রিফার ও অভিষেকের অপেক্ষায় থাকা অ্যান্ডারসন ফিলিপ।
টেস্টে রোচ ৭২ টেস্ট খেলে নিয়েছেন ২৪২ উইকেট।