শুক্রবার, ০৩:৫৩ অপরাহ্ন, ২১ নভেম্বর ২০২৫, ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।

আ.লীগসহ অঙ্গসংগঠনের ৪৪ জন আটক

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫
  • ১৩ বার পঠিত

কুমিল্লায় নাশকতার পরিকল্পনা ও মিছিল করার সময় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ৪৪ জনকে আটক করেছে পুলিশ।

রোববার (১৬ নভেম্বর) সকালে মিছিলের প্রস্তুতিকালে ২৯ জনকে আটক করা হয়। অন্যদিকে শনিবার (১৫ নভেম্বর) রাতে জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ১৫ জনকে আটক করে পুলিশ।

কুমিল্লা পুলিশ সুপার (এসপি) মো. নাজির আহমেদ খাঁন কালবেলাকে বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, সোমবার (১৭ নভেম্বর) শেখ হাসিনার রায়কে কেন্দ্র করে কুমিল্লায় অরাজকতা, আইনশৃঙ্খলা বিঘ্নের উদ্দেশ্যে শহরে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিলের প্রস্তুতিকালে নগরীর টমছমব্রিজ, বাদুরতলা ও ঝাউতলা এলাকায় অভিযান চালিয়ে ২৯ জন আটক করা হয়। এ ছাড়া কুমিল্লা জেলা বিভিন্ন জায়গায় থেকে আরও ১৫ জনকে আটক করা হয়েছে।

কোতোয়ালি থানার ওসি মহিনুল ইসলাম বলেন, নগরীর বিভিন্ন পয়েন্টে নিষিদ্ধ ছাত্রলীগ নাশকতার পরিকল্পনা করছে। মিছিল করার সময় গোপন সংবাদের ভিত্তিতে ২৯ জনকে আটক করা হয়েছে।

পুলিশ সুপার মো. নাজির আহমদ খাঁন বলেন, কুমিল্লায় যারা অরাজকতা সৃষ্টি করার পাঁয়তারা করবে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। শনিবার রাত থেকে ও রোববার ভোরে নাশকতা করার সময় মোট ৪৪ জনকে আটক করা হয়েছে। আইন ব্যবস্থা নিয়ে তাদের আদালতে সোপর্দ করা হবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com