শনিবার, ১০:০০ পূর্বাহ্ন, ১৫ নভেম্বর ২০২৫, ৩০শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :

স্বাধীনতা বিরোধীদের সঙ্গে আপস হতে পারে না-মির্জা ফখরুল

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : সোমবার, ১০ নভেম্বর, ২০২৫
  • ১০ বার পঠিত

১৯৭১ সালের স্বাধীনতা বিরোধীদের সঙ্গে এদেশের মানুষের কোনো আপস হতে পারে না বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সঙ্গে ধর্মীয় অনুভূতিকে বিক্রি করে যারা সুবিধা নিতে চায়, তাদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোরও আহ্বান জানান তিনি।

সোমবার (১০ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ঠাকুরগাঁও জেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের আয়োজনে মুক্তিযোদ্ধা ও তাদের সন্তানদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

মির্জা ফখরুল বলেন, ‘আজকে সুপরিকল্পিতভাবে একটি চক্র, একটি মহল যারা ১৯৭১ সালে পাকিস্তান হানাদার বাহিনীর সঙ্গে যোগসাজশ করে এদেশের মুক্তিযোদ্ধাদের হত্যা করেছিল, তাদের পরিবারকে হত্যা করেছিল; তাদের মেয়েদের তুলে দিয়েছিল খান বাহিনীর হাতে, তাদের সঙ্গে কি এদেশের মানুষ আপস করতে পারে? পারে না। এজন্য মুক্তিযোদ্ধাদের গর্জে উঠতে হবে তো।’

তিনি বলেন, ‘আমাদের ধর্মপ্রাণ মুসল্লি ভাইদের ধর্মীয় অনুভূতিকে বিক্রি করে তারা ওই কাজ করতে চাচ্ছে। আমরা সেটা করতে দিতে পারি না। আজকে আমাদের রুখে দাঁড়াতে হবে। আমাদের মুক্তিযুদ্ধের যে চেতনা সেই চেতনাকে সামনে আনতে হবে। আমরা এদেশের মানুষ লড়াই করেছি, সংগ্রাম করেছি, মুক্তিযুদ্ধ করে ৭১ সালে দেশকে স্বাধীন করেছি।’

তিনি আরও বলেন, ‘আজকে যে চক্রান্ত, ষড়যন্ত্র চলছে নির্বাচনকে বানচাল করে দেওয়ার, নির্বাচনকে পিছিয়ে দেওয়ার; সেই নির্বাচনকে পিছিয়ে দেওয়া মানে আমাদের সর্বনাশ হওয়া। এদেশের সর্বনাশ হওয়া। কারণ এখন একটা নির্বাচিত সরকার খুব দরকার।’

এই সরকার তাড়াতাড়ি নির্বাচনটা করবে উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন, ‘আমরা চাই অন্তর্বর্তীকালীন সরকার- প্রফেসর ইউনূস অতি দ্রুত আর কোনো কাল বিলম্ব না করে নির্বাচনের তফসিল ঘোষণার ব্যবস্থা করবেন। দেশে একটা নির্বাচিত সরকার প্রতিষ্ঠা করবেন।’

মির্জা ফখরুল বলেন, ‘আজকে চেষ্টা করা হচ্ছে মুক্তিযুদ্ধটাকে ভুলিয়ে দেওয়ার, ৭১টা হয় নাই, আমরা কিছুই করি নাই; দেশটার জন্য আমরা কোনো অবদানই রাখি নাই। এখন ২৪টা যারা করছে, তারাই সব করছে। এ রকম একটা ধারণা দিচ্ছে না? ২৪ কি আমি ভুলতে পারব? ২৪ না হলে কি বাংলাদেশ হইতো? আজকে তোমার জন্ম হইছে বাবা এই দেশে। এই কথাগুলো কখনো ভুলবা না।’

 

তিনি বলেন, ‘এই কথাগুলো আমি সবসময় সব জায়গায় বলি- ৭১ কে ভুলে যাওয়া যাবে না। ওই ৭১ এ হাজার হাজার মানুষকে শহীদ করা হয়েছে, অন্যায়ভাবে গুলি করা হয়েছে। ওই ৭১ এ আমাদের লক্ষ লক্ষ মানুষ বাড়িঘর ছেড়ে ভারতে আশ্রয় নিয়েছিল। ওই ৭১ এ আমাদের মা-বোনদের তাদেরকে অত্যাচার-নির্যাতন করে তাদেরকে হত্যা করা হয়েছিল। এই কথাগুলো আমরা ভুলতে পারি না।’

বিএনপির এই নেতা বলেন, ‘১৯৭১ সালে ৯টা মাস আমরা দীর্ঘকাল যুদ্ধ করেছি, পরিবার-পরিজনের খবর নেওয়া হয়নি, কত মানুষ কোথায় চলে গেছে। সেই ৭১ কে ভুলিয়ে দেওয়ার চেষ্টা করলে কি সেটা ভোলা যাবে? আমি কি আমার জন্মটাকে ভুলতে পারি, এটা মাথার মধ্যে রাখতে হবে।’

মির্জা ফখরুল আরও বলেন, ‘আমাদের মধ্যে বিভেদ সৃষ্টি করতে দেবেন না। হিন্দু-মুসলমান ভাগ হতে দেবেন না। আমরা এখানে হিন্দু-মুসলমান ভাই-ভাই একসঙ্গে আছি। সারাজীবন ধরে আছি, যুদ্ধও করেছি একসঙ্গে। এটাকে যেন কেউ ভাগ করতে না পারে।’

বিএনপি মহাসচিব বলেন, ‘একটা জিনিস মনে রাখতে হবে দেশটা আমাদের। এই মাটি আমাদের। মানুষগুলো আমাদের, এই মানুষগুলো আমাদের বাঁচিয়ে রাখতে হবে, টিকিয়ে রাখতে হবে। সমৃদ্ধির মধ্যে সামনে দিকে এগিয়ে যেতে হবে।’

এ সময় কেন্দ্রীয় মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের আহ্বায়ক নাঈম জাহাঙ্গীর, ঠাকুরগাঁও জেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডারের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা নুর করিম, জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমিন, পৌর বিএনপির সভাপতি শরিফুল ইসলাম শরিফসহ মুক্তিযোদ্ধা ও বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতারা বক্তব্য প্রদান করেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com