মোহাম্মদপুর জেনেভা ক্যাম্পে দুই পক্ষের মারামারির সময়ে ককটেল বিস্ফোরণে মো. জাহিদ (২০) নামে এক যুবক নিহত হয়েছেন। তিনি মোবাইল সার্ভিসিং এর দোকানে কাজ করতেন।
বৃহস্পতিবার (২৩ অক্টোবর) ভোর আনুমানিক পৌনে ৪টার দিকে এ ঘটনাটি ঘটে।
গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক ভোর পৌনে ৫টায় মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ঢামেক হাসপাতাল পুলিশ ফাড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক। তিনি বলেন, ‘যুবকের মৃতদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।’
নিহতের ভগ্নিপতি রবিন হোসেন উজ্জ্বল জানিয়েছেন, তার শ্যালক জাহিদ কল্যাণপুর মিজান টাওয়ারে মোবাইল সার্ভিসিং এর কাজ করতো।
তিনি বলেন, ভোরে আযানের আগে জেনেভা ক্যাম্পের ভেতরে দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। সে সময়ে জাহিদ বাসা থেকে বের হয়ে এগিয়ে সামনে গেলে, একটি ককটেল বোমা এসে তার মাথায় লাগে। এতে সে গুরুতর আহত হয়। পরে সেখান থেকে দ্রুত তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় ট্রমা সেন্টারে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরিক্ষা-নিরিক্ষার শেষে মৃত ঘোষণা করেন।
জাহিদ জেনেভা ক্যাম্পের মৃত ইরানের ছেলে। পাঁচ বোন দুই ভাইয়ের মধ্যে সে ছিল সবার ছোট।