বুধবার, ০১:৪৫ অপরাহ্ন, ০৩ সেপ্টেম্বর ২০২৫, ১৯শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।

বিএনপির কাউন্সিলে ভোট গণনার সময় ব্যালট ছিনতাই, ফল স্থগিত

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : বুধবার, ৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ৪ বার পঠিত

দীর্ঘ ১১ বছর পর পিরোজপুর সদর উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। এদিন কাউন্সিলের পর ভোট গণনার সময় ব্যালট ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এ ঘটনার পর নির্বাচনের ফলাফল স্থগিত রয়েছে।

গতকাল মঙ্গলবার রাতে জেলা শিল্পকলা একাডেমীতে ব্যালট ছিনতাইয়ের এ ঘটনা ঘটে।

জানা গেছে, মঙ্গলবার সকাল ১১টায় জেলা শিল্পকলা একাডেমিতে দ্বি-বার্ষিক সম্মেলনের উদ্বোধন করেন জেলা বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন। সম্মেলনের প্রথম অধিবেশনে আলোচনা পর্বে জেলা বিএনপির সদস্য সচিব গাজী ওয়াহিদুজ্জামান লাভলুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপি কেন্দ্রীয় কমিটির বরিশাল বিভাগীয় সহ-সাংগঠনিক আকন কুদ্দুসুর রহমান।

এছাড়া বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির বন ও পরিবেশ বিষয়ক সহ-সম্পাদক ও জেলা সম্মেলন প্রস্তুত কমিটির আহ্বায়ক কাজী রওনাকুল ইসলাম টিপু। সভায় বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এলিজা জামান, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শেখ রিয়াজউদ্দিন রানা, সদস্য অ্যাডভোকেট আবুল কালাম আকন, সদস্য সাইদুল ইসলাম কিসমত, হাসানুল কবির লিন প্রমুখ।

উপস্থিত কাউন্সিলরা জানান, বিকেলে সুষ্ঠভাবে সদর উপজেলার ৭টি ইউনিয়নের ৪৯৭ জন কাউন্সিলরদের মধ্যে ৪৮২ জন কাউন্সিলর নতুন নেতৃত্ব নির্বাচনের জন্য তাদের ভোট প্রদান করেন। ভোট গণনার এক পর্যায়ে সেখানে উপস্থিত কিছু নেতাকর্মীরা হট্টগোল শুরু করেন। এরপরই তা অডিটরিয়ামে ছড়িয়ে পড়ে। হট্টগোলের মধ্যে কিছু সিল দেওয়া ব্যালট ছিনতাই করে নিয়ে যান কয়েকজন। এরপরেই বন্ধ হয়ে যায় নির্বাচনের ফলাফল ঘোষণা।

কর্মীদের সূত্রে জানা গেছে, সাবেক সদর উপজেলা বিএনপি সভাপতি এবং সভাপতি প্রার্থী মহিউদ্দিন মল্লিক নাসির আওয়ামী লীগ ও জামায়াতের লোকদের কমিটিতে স্থান দিয়েছেন, এ অভিযোগে হট্টগোল শুরু হয়েছিল। হাতাহাতির ঘটনায় একাধিক নেতাসহ কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেলেও এ ব্যাপারে কেউ নিশ্চিত করে কিছু বলতে পারেননি।

এ ঘটনায় জেলা শহরে উত্তেজনা বিরাজ করছে। কোনো রকম দুর্ঘটনা এড়াতে শহরে সেনা বাহিনী ও পুলিশ মোতায়েন এবং টহল জোরদার করা হয়েছে।

পিরোজপুর জেলা বিএনপিসহ সব স্তরের কাউন্সিল সম্পন্ন করতে কেন্দ্রীয় বিএনপির বন ও পরিবেশ বিষয়ক সহসম্পাদক কাজী রওনাকুল ইসলাম টিপুকে কেন্দ্র থেকে দায়িত্ব দেওয়া হয়।

রওনাকুল ইসলাম টিপু এ প্রতিনিধিকে জানান, সকাল ১১টায় জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে সদর উপজেলা বিএনপির সম্মেলনের কার্যক্রম শুরু হয়। সভাপতি ও সাধারন সম্পাদকসহ ৫টি পদে বিকেল থেকে সুন্দরভাবে ভোট গ্রহন শুরু হয়ে রাত সাড়ে ৮টার দিকে ভোট গ্রহন সম্পন্ন হয়। সাংগঠনিক সম্পাদক পদের ভোট গণনা শেষে হঠাৎ করে একটি হট্টোগোল শুরু হয়। কে বা কারা ওই ঘটনা ঘটায়, তা তিনি বলতে পারবেন না বলে জানান। ব্যালট বাক্স ছিনিয়ে নেওয়ার কোনো ঘটনা ঘটেনি বলে তিনি জানিয়েছেন।

তবে তিনি জানান, কাউন্সিল চলাকালে এরকম একটি ঘটনা ঘটায় তা তিনি কেন্দ্রকে অবগত করেছেন। দলীয় নেতৃবৃন্দের সঙ্গে আলোচনা করে এ বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানান তিনি।

এ ব্যাপারে জেলা বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ আলমগীর হোসেনের মোবাইলে কল করে তাকে পাওয়া যায়নি।

এ বিষয়ে পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রবিউল ইসলাম জানান, পিরোজপুর সদরউপজেলা বিএনপির সম্মেলন ছিল আজ। গন্ডোগোলের কারণে কাউন্সিল পন্ড হয়ে যায়। তবে কোনো দুর্ঘটনা ঘটেনি। সব কিছু পুলিশের নিয়ন্ত্রনে আছে। শহরে পুলিশ মোতায়েনসহ টহল জোরদার করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com