ভারতের বেঙ্গালুরুতে এক অনন্য দুর্ঘটনায় ৪১ বছর বয়সী সফটওয়্যার প্রকৌশলী মঞ্জু প্রকাশের মৃত্যু হয়েছে। গত শনিবার এই ঘটনা ঘটে।
প্রকাশ টাটা কনসালটেন্সি সার্ভিসেস (টিসিএস)-এর কর্মী এবং তিনি রঙ্গনাথা লেআউট এলাকার বাসিন্দা ছিলেন।
পরিবারের বরাত দিয়ে পুলিশ জানিয়েছে, প্রকাশ বাড়ির সামনে ক্রক্স স্লিপারটি রাখেন। কাছের দোকান থেকে জুস কিনে ফিরে আসার পর তিনি সেই স্লিপারটি পায়ে পরেন। কিন্তু স্লিপারের ভেতরে আগে থেকেই একটি বিষাক্ত সাপ লুকিয়ে ছিল, যা প্রকাশ বুঝতে পারেননি।
একটি আগের দুর্ঘটনার কারণে প্রকাশের পায়ে অনুভূতির ক্ষমতা কম থাকায় তিনি সাপের কামড় অনুভব করতে পারেননি। এরপর অজান্তে স্যান্ডেল খুলে তিনি ঘরে গিয়ে বিশ্রাম নেন।
পরে পরিবারের এক কর্মচারী স্লিপারের ভেতরে সাপটি দেখতে পান এবং তা সম্পর্কে বাবাকে জানান। সতর্কতার সঙ্গে সাপটি সরানো হয়, যা পরে মৃত পাওয়া যায়। পরিবারের এক সদস্যের মতে, সম্ভবত ক্রক্সের ভিতরে শ্বাসরোধের কারণে সাপটির মৃত্যু হয়েছে।
পরবর্তীতে প্রকাশের মা ঘরে গিয়ে তাকে বিছানায় অচেতন অবস্থায় পড়ে থাকতে পান। তার মুখের চারপাশে ফেনা দেখা যায় এবং পা থেকে রক্তক্ষরণ হচ্ছিল। দ্রুত তাকে নিকটস্থ একটি বেসরকারি হাসপাতালে নেয়ার পর চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।