সর্বোচ্চ সতর্কতা, বিচক্ষণতা ও নিরপেক্ষভাবে সংসদীয় আসনের সীমানা পুনঃনির্ধারণ করা হচ্ছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) আনোয়ারুল ইসলাম। আজ রবিবার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
তিনি জানান, নির্বাচন কমিশন সর্বোচ্চ সতর্কতা, বিচক্ষণতা ও নিরপেক্ষভাবে সংসদীয় আসনের সীমানা পুনঃনির্ধারণ করছে। এ বিষয়ে কোনো আদালত বা অন্য কোনো কর্তৃপক্ষের কাছে প্রশ্ন তোলার সুযোগ নেই।
তবে কতগুলো আসনের সীমানা পরিবর্তন হয়েছে সেই সংখ্যা তিনি জানাতে পারেননি। এ সময় দল নিবন্ধন প্রসঙ্গে ইসি আনোয়ারুল আরও বলেন, ‘দল নিবন্ধন কাজ প্রায়ই শেষ। এক সপ্তাহের মধ্যে পরবর্তী প্রক্রিয়া শেষে চলতি মাসের মধ্যেই চূড়ান্ত করা হবে। ভোট নিয়ে কোনো প্রকার শঙ্কা নেই। অংশীজনদের সঙ্গে সংলাপ নিয়ে শিগগিরই কমিশন যথাযথ ব্যবস্থা নেবে।’
ইসি আনোয়ারুল জানান, রোডম্যাপ মোতাবেক ত্রয়োদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে চলতি মাসের শেষার্ধ থেকেই অংশীজনদের সঙ্গে সংলাপ শুরু হওয়ার কথা।
সংবিধান ও বিদ্যমান আইন নিয়ে বিভ্রান্তি প্রসঙ্গে আনোয়ারুল ইসলাম জানান, প্রস্তাবিত আরপিও সংশোধনী আইন মন্ত্রণালয়ের ভেটিংয়ের পরই চূড়ান্ত হবে। অন্য কোনো আইনের সঙ্গে সাংঘর্ষিক কিছু থাকলে তা সমন্বয় করা হবে।