রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করেছে রাবি শাখা ছাত্রদল।
আজ রবিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে এ প্যানেল ঘোষণা করেন কেন্দ্রীয় ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আমানউল্লাহ আমান।
ঘোষিত প্যানেলে সহ-সভাপতি (ভিপি) পদে শেখ নূর উদ্দিন আবির, সাধারণ সম্পাদক (জিএস) নাফিউল ইসলাম জীবন এবং সহকারী সাধারণ সম্পাদক (এজিএস) জাহিন বিশ্বাস এষা প্রতিদ্বন্দিতা করবেন।
এছাড়া ক্রীড়া সম্পাদক নার্গিস খাতুন, সহ ক্রীড়া সম্পাদক মাহফুজুর রহমান শাওন, সাংস্কৃতিক সম্পাদক আব্দুল্লাহ আল কাফী, সহ সাংস্কৃতিক সম্পাদক- শাহরিয়ার আলম অথী, মহিলা বিষয়ক সম্পাদক স্বপ্না আক্তার, সহ মহিলা বিষয়ক সম্পাদক- নুসরাত ঈশিতা, তথ্য ও গবেষণা সম্পাদক- গাজী ফেরদৌস হাসান, সহ তথ্য ও গবেষণা সম্পাদক রেদোয়ানুল ইসলাম হৃদয়, মিডিয়া ও প্রকাশনা সম্পাদক- রাফায়েতুল ইসলাম রাবিত, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মারুফ হোসেন, সহ মিডিয়া ও প্রকাশনা সম্পাদক- নূর নবী, সহ বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক- নাইমুল ইসলাম নাঈম, বির্তক ও সাহিত্য বিষয়ক সম্পাদক মাসুম বিল্লাহ, সহ বির্তক ও সাহিত্য বিষয়ক সম্পাদক- জিসান বাবু, পরিবেশ ও সমাজ সেবা সম্পাদক- এ. আর. রাফি খান, সহ পরিবেশ ও সমাজ সেবা সম্পাদক- কুঞ্জশ্রী রায় সুলগ্ন (শুভ) রাকসু নির্বাচনে এই পদে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য মনোনীত হয়েছে।
ভোটের মাঠে কার্যনির্বাহী সদস্য পদে লড়বেন মিনারুল ইসলাম মেঘ, সাইদ হাসান ইবনে রুহুল, মাহবুব মোর্শেদ ইল্লিন, মো: আশরাফুল ইসলাম।
ডাবল মাস্টার্স বিষয়ে কেন্দ্রীয় সংসদের সাংগঠনিক সম্পাদক আমান উল্লাহ আমান বলেন, ‘ডাবল মাস্টার্স যদি রাকসু নির্বাচনের জন্যই করা হতো তাহলে আমাদের সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদক রাকসু ভিপি ও জিএস পদে লড়তেন। কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন আমরা নিয়মিত ছাত্রদের নিয়ে প্যানেল গঠন করেছি। যারা সকল ক্ষেত্রে যোগ্যতার প্রমাণ দেবে, তারাই রাকসু নির্বাচনে অংশগ্রহণ করবে। ছাত্রদল এই নীতিতেই বিশ্বাসী।’
উল্লেখ্য, আজ রাকসু নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের শেষ দিন। তফসিল অনুযায়ী আগামী ২৫ সেপ্টেম্বর রাকসু নির্বাচন অনুষ্ঠিত হবে।