জাতীয়করণের দাবিতে আন্দোলনরত শিক্ষকরা দাবি আদায়ে ১৪ সেপ্টেম্বর পর্যন্ত সময় বেঁধে দিয়েছে সরকারকে। এর মধ্যে দাবি না মানলে আগামী ১৫ সেপ্টেম্বর সারা দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে পূর্ণ দিবস কর্মবিরতি হুমকিও দিয়েছেন তারা। আজ বুধবার শিক্ষা উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে এই ঘোষণা দেন শিক্ষকপ্রতিনিধিরা।
জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজীজী জানান, তাদের দাবি যৌক্তিক। যা আদায়ে ৩০ দিনের সময় দেওয়া হয়েছে। এর মধ্যে দাবি মানা না হলে সর্বাত্মক আন্দোলনে যাবেন তারা।
এ সময় ১৫ সেপ্টেম্বর এমপিওভুক্ত দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে পূর্ণাঙ্গ কর্মবিরতির হুশিয়ারি দেন তিনি।
এর আগে চাকরি জাতীয়করণের দাবিতে বুধবার (১৩ আগস্ট) রাজধানীর তোপখানা রোড অবরোধ করে বিক্ষোভ সমাবেশ করেন কয়েক হাজার এমপিওভুক্ত শিক্ষক। এ সমাবেশের কারণে সচিবালয়ের আশেপাশের এলাকায় যান চলাচল বন্ধ হয়ে চরম দুর্ভোগে পড়েন সাধারণ মানুষ।
সরেজমিনে দেখা গেছে, রাজধানীর তোপখানা রোডের কদম ফোয়ারা থেকে পল্টন মোড় পর্যন্ত সড়ক বন্ধ করে কয়েক হাজার শিক্ষক রাস্তায় দাঁড়িয়ে চাকরি জাতীয়করণের দাবিতে নানা স্লোগান দেন। তাদেরকে সড়ক ছেড়ে ফুটপাতে অবস্থান নেওয়ার জন্য পুলিশের পক্ষ থেকে বারবার অনুরোধ করা হলেও তারা কর্ণপাত করেননি। এতে সড়কের দুই পাশে যান চলাচল বন্ধ হয়ে চরম ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ।
এ বিষয়ে বক্তব্য জানতে জাতীয়করণ প্রত্যাশী শিক্ষক জোটের সদস্য সচিব দেলোয়ার হোসেন আজিজির বক্তব্য জানতে চাইলেও তিনি কোনো মন্তব্য করেননি।