ভারত-পাকিস্তানের সাম্প্রতিক সংঘাতের প্রেক্ষাপটে মাত্র দুই মাসের মধ্যে দ্বিতীয়বার যুক্তরাষ্ট্র সফরে গেছেন পাকিস্তান সেনাপ্রধান ও ফিল্ড মার্শাল আসিম মুনির।
এবার যুক্তরাষ্ট্রের মাটিতে বসেই দিলেন তীব্র পরমাণু হুঁশিয়ারি এবং ভারতকে ১০টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপের সরাসরি বার্তা।
ফ্লোরিডার টাম্পায় শিল্পপতি আদনান আসাদ আয়োজিত এক নৈশভোজে যোগ দিয়ে মুনির বলেন, “আমরা একটি পরমাণু শক্তিধর দেশ। যদি মনে হয় আমরা ধ্বংসের পথে যাচ্ছি, তবে অর্ধেক বিশ্বকে সঙ্গে নিয়ে ধ্বংস হব।” আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে, তৃতীয় কোনো দেশের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র থেকে এমন পরমাণু হুমকি অত্যন্ত বিরল ঘটনা।
মুনির সরাসরি ভারতের প্রসঙ্গ টেনে বলেন, সিন্ধু জলবণ্টন চুক্তি স্থগিত করায় ভারতকে মূল্য দিতে হবে। উল্লেখ্য, গত ২২ এপ্রিল কাশ্মীরের পহেলগাঁওয়ে পর্যটক হত্যার ঘটনায় পাকিস্তানকে দায়ী করে ভারত সিন্ধু চুক্তি স্থগিত করেছিল। এ প্রসঙ্গে মুনির হুঁশিয়ারি দিয়ে বলেন, “ভারত বাঁধ তৈরি করুক, আমরা অপেক্ষা করব। বাঁধ তৈরি শেষ হলে ১০টি ক্ষেপণাস্ত্র ছুড়ে তা ধ্বংস করে দেব। সিন্ধু নদ ভারতের ব্যক্তিগত সম্পত্তি নয়। আমাদের ক্ষেপণাস্ত্রের কোনো অভাব নেই।”
সম্প্রতি যুক্তরাষ্ট্র পাকিস্তানের সঙ্গে খনিজ তেলবাণিজ্য চুক্তি করেছে। যদিও পাকিস্তানে বড় তেলভাণ্ডারের প্রমাণ মেলেনি, তবু ভবিষ্যতে এ খাত নিয়ে আশাবাদী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ প্রসঙ্গে ভারতকে লক্ষ্য করে মুনির বলেন, “ভারত হলো ঝকঝকে মার্সিডিজ, কিন্তু আমরা নুড়িভর্তি ট্রাক। যদি ট্রাক মার্সিডিজে ধাক্কা মারে, ক্ষতি কার হবে?”
সিন্ধু জলচুক্তি নিয়ে পাকিস্তান আগে একাধিকবার হুঁশিয়ারি দিলেও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পরিষ্কার জানিয়েছেন “জল ও রক্ত একসঙ্গে বইতে পারে না।” সীমান্তে সন্ত্রাস বন্ধ না হলে চুক্তি স্থগিতই থাকবে। পাকিস্তানের কৃষি সিন্ধু নদ ও এর উপনদীর জলের উপর প্রায় ৮০ শতাংশ নির্ভরশীল। তবুও এবার সেনাপ্রধান মুনির ভারতের বিরুদ্ধে প্রকাশ্যে “১০ ক্ষেপণাস্ত্র হামলা”র হুমকি দিলেন।