যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক কঠোর ঘোষণা দিয়েছেন। তিনি ওয়াশিংটন ডিসির গৃহহীনদের অবিলম্বে রাজধানী ত্যাগ করতে বলেছেন, না হলে জোরপূর্বক উচ্ছেদ করার ঘোষণা দিয়েছেন তিনি।
সামাজিক যোগাযোগ মাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ ট্রাম্প লিখেছেন, ‘গৃহহীনদের অবিলম্বে চলে যেতে হবে। আমরা থাকার ব্যবস্থা করে দেব, তবে রাজধানী থেকে অনেক দূরে।’
এই পোস্টটি হোয়াইট হাউস থেকে ভার্জিনিয়ার গলফ ক্লাবে যাওয়ার পথে প্রকাশ করেন তিনি।
ট্রাম্পের এই সিদ্ধান্ত রাজধানীতে মানবাধিকার ও গৃহহীনতা মোকাবেলায় নতুন বিতর্কের ঝড় তুলেছে।
পোস্টটিতে চারটি ছবি দেখানো হয়েছে, যা স্পষ্টতই হোয়াইট হাউস থেকে তার গল্ফ কোর্সে যাওয়ার পথে প্রেসিডেন্টের মোটরকেড থেকে তোলা হয়েছে। দুটি ছবিতে হোয়াইট হাউস থেকে এক মাইল দূরে একটি হাইওয়ে র্যাম্পের ধারে ঘাসের উপর মোট ১০টি তাঁবু দেখা গেছে। তৃতীয় ছবিতে কনস্টিটিউশন অ্যাভিনিউতে আমেরিকান ইনস্টিটিউট অফ ফার্মেসি বিল্ডিংয়ের সিঁড়িতে ঘুমাচ্ছেন একজন ব্যক্তি। চতুর্থ ছবিতে কেনেডি সেন্টারের কাছে ই স্ট্রিট এক্সপ্রেসওয়েতে রাস্তার পাশে পড়ে থাকা কিছু আবর্জনার পাশ দিয়ে ট্রাম্পকে তার গল্ফ কোর্সে নিয়ে যাওয়া যানবাহনের লাইন দেখানো হয়েছে।