জুলাই গণঅভ্যুত্থানের এক বছরপূর্তির দিনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শীর্ষস্থানীয় নেতারা কক্সবাজার গেছেন। তারা ইনানীর হোটেল সি-পার্ল হোটেলে ওঠেন। তাদের অবস্থানের কারণে হোটেলটি ঘিরে বিক্ষোভ করছেন স্থানীয় বিএনপি নেতাকর্মীরা।
জানা গেছে, মঙ্গলবার (৫ আগস্ট) বেলা ১১টা ২৫ মিনিটের দিকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স একটি ফ্লাইটে (ফ্লাইট নং- BG-433) এনসিপির নেতারা ঢাকা থেকে কক্সবাজার বিমানবন্দরে অবতরণ করেন। তারা হলেন- দলটির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম, মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ ও জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব তাসনিম জারা। সঙ্গে তাসনিম জারার স্বামী খালেদ সাইফুল্লাহও রয়েছেন। তিনি এনসিপির যুগ্ম আহ্বায়ক।
কক্সবাজারের পুলিশ সুপার সাইফুদ্দীন শাহীন জানিয়েছেন এনসিপির নেতারা হোটেল সি-পার্লে আছেন। দুপুর ১২টা ৪০ মিনিটের দিকে হোটেলটিতে ওঠেন তারা।
বিস্তারিত আসছে…