মঙ্গলবার দুপুরে বরিশালের গৌরনদীতে পৃথক দুটি বজ্রপাতে মোঃ জুয়েল হাওলাদার (২৩) নামের এক পাওযারটিলার চালক নিহত ও বকুল বেগম (৩০) নামের এক গৃহবধূ আহত হয়েছে।
গুরুতর আহত ওই গৃহবধূকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী, হতাহতদের স্বজন ও হাসপাতাল সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুর ১টার দিকে মাত্র ২মিনিটের ব্যবধানে উপজেলার বার্থী ও বাগিশেরপাড় গ্রামে পৃথক দুটি বজ্রপাতের ঘটনা ঘটে। বার্থী গ্রামের পাওয়াারটিলার চালক জুয়েল হাওলাদার তখন তারপাওয়ার টিলারটি (ট্রাক্টর) চালিযয়ে মাঠের জমি চাষ করছিলেন। হঠাৎ বজ্রপাতে চলন্ত পাওয়ার টিলার থেকে ছিটকে পড়ে তিনি ঘটনাস্থলেই মারা যান। পাওয়ার টিলারটি তখনও চলছিল। পরে এলাকাবাসী গিয়ে পাওয়ার টিলারটিরস্টার্ট বন্ধ করেন। অপরদিকে উপজেলার বাগিশেরপাড় গ্রামের মালয়েশিয়া প্রবাসী আলমগীর হোসেন এর স্ত্রী বকুল বেগম (৩০) গোসল করতে পুকুর ঘাটে যান। এ সময় হঠাৎ অপর একটি বজ্রপাতে তিনি গুরুতর আহত হন। স্বজনরা ঘটনাস্থল থেকে তাদের দুজনকে উদ্ধার করে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।এসময় সেখানে কর্তব্যরত চিকিৎসকগণ জুয়েল হাওলাদার কে মৃত বলে ঘোষণা করেন এবং গুরুতর আহত বকুল বেগমকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন। গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্মরত চিকিৎসক ডাঃ জোয়াইরিয়া ইয়াসসমিন বুশরা, জানান, বজ্রপাতে আহত বকুল বেগমব অচেতন থাকলেও তিনি আপাতত ঝুঁকিমুক্ত বলা যায়।