ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল মনোনীত ভিপি পদপ্রার্থী আবিদুল ইসলাম খানের ফেসবুক আইডি হ্যাকড করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। একই অভিযোগ করেন দলটির জিএস পদপ্রার্থী শেখ তানভীর বারী হামিম।
সোমবার (০৮ সেপ্টেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বার্তায় এ দাবি করা হয়। বার্তায় বলা হয়, ছাত্রদলের ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খানের ফেসবুক আইডি সকালে একবার হ্যাকড করার পর পুনরুদ্ধার করা হয়েছিল। তবে এখন আবারো তার আইডি হ্যাকড করা হয়েছে। এতে শিক্ষার্থীদের সজাগ থাকার আহ্বান জানিয়ে বলা হয়, তাদের পাশে থাকলে কোন ষড়যন্ত্রই আবিদদের থামাতে পারবে না।
বিবৃতিতে বলা হয়, কারো বিরুদ্ধে এমন অভিযোগ প্রমাণিত হলে রিটার্নিং কর্মকর্তাগণ কর্তৃক গঠিত ডাকসু আচরণবিধি সংক্রান্ত টাস্কফোর্স এবং সাইবার নিয়ন্ত্রণ সেলের মাধ্যমে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। পাশাপাশি সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হবে। রিটার্নিং কর্মকর্তারা স্পষ্টভাবে জানিয়েছেন, নির্বাচনকে ঘিরে সাইবার বুলিং কিংবা অপপ্রচারের বিষয়ে কোনো ছাড় দেয়া হবে না।