যুক্তরাজ্যের রাজধানী লন্ডনের ফিলিস্তিনের পক্ষে আয়োজিত এক বিক্ষোভ থেকে প্রায় ৯০০ জনকে গ্রেপ্তার করে দেশটির পুলিশ।তাদের দাবি, নিষিদ্ধ ঘোষিত ‘প্যালেস্টাইন অ্যাকশন’ এর সমর্থনে বিক্ষোভ করছিলেন তারা। বারবার অনুরোধ করার পরও তারা সরে না যাওয়ায় গ্রেপ্তার করা হয়েছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।
প্রতিবেদনে বলা হয়, গতকাল রবিবার লন্ডনের রাস্তায় ফিলিস্তিনের পক্ষে জড়ো হয় হাজার হাজার মানুষ। সেখান থেকেই ৯০০ জনকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারকৃতদের মধ্যে অনেকের বয়সই ৬০ বছরেরও বেশি।
গত জুলাইয়ের প্যালেস্টাইন অ্যাকশন-কে সন্ত্রাসবিরোধী আইনে নিষিদ্ধ করে ব্রিটেন। তাদের দাবি রয়্যাল এয়ার ফোর্সের একটি ঘাঁটিতে ঢুকে সামরিক বিমানের ক্ষতিসাধন করেছিল এই সংগঠনের সদস্যরা। এরপর তাদের নিষিদ্ধ করা হয়।
তবে এই গোষ্ঠীটির পক্ষ থেকে জানানো হয়েছে, গাজা উপত্যকায় ইসরায়েলে যুদ্ধাপরাধে ব্রিটিশ সরকারের জড়িত থাকার বিরোধিতা করে তারা। সেজন্যই এই বিক্ষোভ করছেন।