নির্বাহী মেজিষ্ট্রেট ও মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের যৌথ অভিযানে রোববার রাতে বরিশালের গৌরনদীর একটি খাবার রেষ্টুরেন্ট থেকে ৪৯ পিস ইয়াবা, প্রায় ১০০ গ্রাম গাঁজা ও মাদক সেবনের বিপুল পরিমান সরঞ্জামাদি উদ্ধার করেছে। এ সময় মাদক ব্যবসায়ী রেষ্টুরেন্ট মালিক ও ম্যানেজারকে গ্রেফতার করা হয়েছে।
জানাগেছে, গোপন সূত্রে খবর পেয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ রাজিব হোসেনের নেতৃত্বে নির্বাহী মেজিষ্ট্রেট ও মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর একটি যৌথ টীম রোববার রাত ৯টার দিকে উপজেলার কটকস্থল এলাকায় বরিশাল-ঢাকা মহাসড়ক সংলগ্ন ফাতেমা হোটেল নামের একটি রেস্টুরেন্টে অভিযান চালায়। এ সময় রেষ্টুরেন্টের ভেতর থেকে ৪৯ পিস ইয়াবা ও প্রায় ১০০ গ্রাম গাঁজা এবং মাদক ক্রয়-বিক্রয়ের হিসাবের খাতা, মাদক বিক্রির নগদ টাকা এবং মাদকদ্রব্য সেবনের কাজে ব্যবহৃত বিপুল পরিমান সরঞ্জামাদি উদ্ধর করা হয়।
অভিযানকালে রেষ্টুরেন্ট মালিক ও পুলিশের তালিকাভূক্ত শীর্ষ মাদক ব্যবসায়ী মানিক মাঝি (৫৩) ও তার রেষ্টুরেন্ট ম্যানেজার উত্তম কুমার বনিক (৫৪)কে গ্রেফতার করা করা হয়। অভিযানের প্রস্তুতি টের পয়ে অপর মাদক ব্যবসায়ী রেস্টুরেন্ট কর্মচারী জাহাঙ্গীর ওরফে সাগর (২৫) সেখান থেকে পালিয়ে যায়।
অভিযানে নেতৃত্ব দানকারী নির্বাহী মেজিষ্ট্রেট মোঃ রাজিব হাসান জানান, রেষ্টুরেন্টটির পেছনে রান্নার রুমে রাখা এ সব সরঞ্জামাদি দিয়ে সেখানে বসে নিয়মিত মাদক সেবন করত বিভিন্ন স্থান থেকে আসা মাদক সেবীরা।
একটি সূত্র জানায়, ওইদিন রাত সাড়ে ৮টার দিকে মাদকের একটি বড় চালান রেষ্টুরেন্টটিতে ঢুকেছিল। গোপন সূত্রে এ খবর জানতে পেরে সেখানে অভিযান চালানো হয়েছিল। অভিযানের প্রস্তুতি টের পেয়ে মাদক ব্যবসায়ী রেস্টুরেন্ট কর্মচারী জাহাঙ্গীর ওরফে সাগর মাদকদ্রব্যের বড় চালানটি নিয়ে পালিয়ে যায়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে গৌরনদী মডেল থানার ওসি মোঃ তরিকুল ইসলাম জানান, এ ঘটনায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের এসআই ফাইজুল ইসলাম হাওলাদার বাদি হয়ে শীর্ষ মাদক ব্যবসায়ী মানিক মাঝি (৫৩), রেষ্টুরেন্ট ম্যানেজার উত্তম কুমার বনিক (৫৪) ও মাদক ব্যবসায়ী রেস্টুরেন্ট কর্মচারী জাহাঙ্গীর ওরফে সাগর (২৫) আসামী করে ওই রাতেই থানায় একটি মামলা দায়ের করেছেন।