বার্সেলোনায় থাকতে মুড়ি মুড়কির মতো গোল করেছেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি। সেই বয়স ও ফর্ম পেছনেই ফেলে এসেছিলেন তিনি। তবে ইন্টার মায়ামির হয়ে সম্প্রতি আবারও পুরোনো দিনের কথা সবাইকে স্মরণ করিয়েছিলেন এই আর্জেন্টাইন জাদুকর। মেজর লিগ সকারে (এমএলএস) টানা পাঁচ ম্যাচে করেছিলেন জোড়া গোল।
২০১২ সালের পর মেসি ক্যারিয়ারের দ্বিতীয়বারের মতো এমন কীর্তি গড়েছেন। এমএলএসেও যেটি রেকর্ড। এই পাঁচ ম্যাচে অপরাজেয় ((৪ জয় ও ১ ড্র) ছিল মায়ামি। তবে ষষ্ঠ ম্যাচে এসে কোনো গোল পেলেন না মেসি। তাতে হারল তার দল। সিনসিনাটির কাছে মেসির মায়ামির হার ৩-০ গোলে।
বাংলাদেশ সময় আজকের সকালের খেলায় সিনসিনাটির রক্ষণের কাছে অসহায় ছিল মেসির মায়ামি। পুরো ম্যাচে মাত্র দুইটি শটই গোলমুখে রাখতে পেরেছে দলটি। প্রথমার্ধের শেষ দিকে দুটি শট নিয়েছিলেন মেসি। একটি ফেরান সিনসিনাটির ডিফেন্ডার, দ্বিতীয়টি গোলরক্ষক।
ম্যাচ হারের পর উদ্বেগ প্রকাশ করেছেন মায়ামির কোচ হাভিয়ের মাচেরানো, ‘আজকের ম্যাচের যে ফল এসেছে এবং আমরা যেভাবে হেরেছি, তাতে আমরা উদ্বিগ্ন। আমরা আমাদের পরিকল্পনা অনুযায়ী খেলতে পারিনি। তারা আমাদের সব সময় চাপে রেখেছিল। আমাদের খুব সহজেই তারা হারিয়েছে।’
মেজর লিগ সকারের ইস্টার্ন কনফারেন্সে পয়েন্ট তালিকায় পাঁচ নম্বরে মায়ামি। ৩৮ পয়েন্ট তাদের। সবার ওপরে থাকা ফিলাডেলফিয়ার পয়েন্ট ৪৬। তালিকায় সিনসিনাটি আছে দুইয়ে। যদিও ক্লাব বিশ্বকাপে খেলার কারণে ওপরের চার দলের থেকে ৩ ম্যঅচ কম খেলেছে মায়ামি। সবগুলো ম্যাচ খেললে শীর্ষে ওঠার সুযোগ আছে মেসিদের।