জুলাই-আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ৫ আগস্ট আশুলিয়ায় হত্যার পর ৬ জনের মরদেহ পোড়ানোর মামলায় ৮ আসামিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। আজ (বুধবার, ১৬ জুলাই) এ মামলায় পলাতক ঢাকা-১৯ আসনের সাবেক এমপি সাইফুল ইসলামসহ ৮ জনকে হাজির হতে পত্রিকায় বিজ্ঞপ্তি দেয়ার বিষয়ে শুনানির দিন ধার্য রয়েছে।
সকালে এ মামলায় গ্রেপ্তার সাবেক পুলিশ কর্মকর্তা আবদুল্লাহিল কাফী, শাহিদুল ইসলামসহ ৮ আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। অন্য গ্রেপ্তাররা হলেন— তৎকালীন ওসি এএফএম সায়েদ, ডিবি পরিদর্শক মো. আরাফাত হোসেন, এসআই মালেক ও কনস্টেবল মুকুল।
আনুষ্ঠানিক অভিযোগে সাবেক এমপি সাইফুল ইসলামসহ ১৬ জনকে অভিযুক্ত করা হয়।