২৮ দফা সংবলিত জুলাই ঘোষণাপত্র পাঠকে ইতিবাচক হিসেবে দেখছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
আজ মঙ্গলবার বিকেলে জাতীয় সংসদ ভবন এলাকায় সাংবাদিকদের কাছে এ প্রতিক্রিয়া জানান এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। এর আগে জুলাই ঘোষণাপত্র পাঠ করেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
প্রতিক্রিয়ায় নাহিদ ইসলাম বলেন, ‘আমাদের দীর্ঘ দিনের প্রত্যাশা ছিল জুলাই ঘোষণাপত্র পাঠ হবে, রাষ্ট্রীয় স্বীকৃতি পাবে। সেই জায়গা থেকে আমরা কথা বলে আসছি দীর্ঘ দিন ধরে। সরকার বিভিন্ন দলের সঙ্গে সমন্বয় করে ঘোষণাপত্রটি নিজেরা রচিত করেছে। আমরা আশা করি যে, এখন পর্যন্ত আমরা সেটা নিয়ে ইতিবাচক, সেখানে সামগ্রিক বিষয়টি এসেছে।’
তিনি আরও বলেন, ‘ঘোষণাপত্রটি রাষ্ট্রীয়ভাবে পাঠ হয়েছে, এটাতে আমরা সন্তুষ্ট, এটাতে আমরা ইতিবাচক।’
আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পরে জানানোর কথা জানিয়ে নাহিদ ইসলাম বলেন, ‘ঘোষণাপত্রটি সরকার নিজেই রচনা করেছে, সবার থেকে হয়তো ইনপুট নিয়েছে। আমরা আগে এটা দেখার সুযোগ পাইনি। ফলে এটা আরও নিবিড়ভাবে দেখে আমাদের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাব।’