সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে হেরে ব্যাকফুটে বাংলাদেশ। আজ রবিবার ডাম্বুলায় শ্রীলংকার বিপক্ষে দ্বিতীয় ম্যাচটি লিটন দাসদের জন্য বাঁচা-মরার লড়াই। জয় না এলে সিরিজ হার নিশ্চিত—তাই টিকে থাকতে হলে জিততেই হবে টাইগারদের।
শ্রীলংকার বিপক্ষে প্রথম ম্যাচে হারের ফলে টানা ছয়টি টি-টোয়েন্টি ম্যাচে পরাজয়ের তিক্ত রেকর্ডও গড়েছে বাংলাদেশ। আজ জিতলে শুধু সিরিজেই নয়, কাটবে হারের দুষ্টচক্রও।
বাংলাদেশের বোলিং কোচ মুশতাক আহমেদ মনে করেন, বড় ইনিংস খেলতে ব্যাটারদের আরও দায়িত্বশীল হতে হবে। তিনি বলেন, ‘যখন কেউ ফর্মে থাকে, ৩০-৪০ রান করে, তখন তার লক্ষ্য হওয়া উচিত অন্তত ৭০-৮০ রানে ইনিংসটা টেনে নেওয়া।’
উদাহরণ হিসেবে তিনি তুলে ধরেন কুশল মেন্ডিসকে, যিনি ধারাবাহিকভাবে বড় রান করে যাচ্ছেন এবং বাংলাদেশের বোলারদের ভোগাচ্ছেন।
প্রথম ম্যাচে পারভেজ হোসেন ইমনের ঝড়ো শুরুর পরও ইনিংসের মাঝপথে ব্যাটাররা টি-টোয়েন্টির মেজাজে রান তুলতে পারেননি। ইমন ২২ বলে ৩৮ রানের ইনিংস খেলে আউট হওয়ার পর ১৮ ওভার শেষে স্কোর ছিল ৪ উইকেটে ১৩০। শামীম হোসেনের শেষদিকে ৫ বলে ১৪ রানের ক্যামিওতে ১৫৪ রানে পৌঁছায় দল।
জবাবে শ্রীলংকার দুই ওপেনার নিশাঙ্কা ও মেন্ডিস ২৮ বলে গড়েন ৭৮ রানের উদ্বোধনী জুটি। ৫১ বলে ৭৩ রান করেন মেন্ডিস, আর ১৬ বলে ৪২ রান যোগ করেন নিশাঙ্কা। এক ওভার হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় স্বাগতিকরা।
মুশতাক আহমেদ বলেন, ‘চ্যালেঞ্জিং উইকেটে জয় পেতে হলে লড়াকু স্কোর তুলতে হয়। এজন্য ভালো শুরুকে কাজে লাগিয়ে ইনিংস বড় করতে হয়। পরিকল্পনার অভাবেই সমস্যায় পড়ছে ব্যাটাররা।’
আজকের ম্যাচে দলে পরিবর্তনের আভাস দিয়েছেন টিম ম্যানেজমেন্ট। প্রথম ম্যাচে না খেলা জাকের আলী ফিট হলে একাদশে ফিরতে পারেন। এছাড়া দলে ফেরার সম্ভাবনা রয়েছে অভিজ্ঞ পেসার মোস্তাফিজুর রহমানেরও।