বিএনপি ও তাদের অঙ্গসংগঠনের নেতাকর্মীদের প্রশ্ন ছুড়ে দিয়ে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের সভাপতি বিন ইয়ামিন মোল্লা বলেছেন, ক্ষমতায় যাওয়ার আগে যদি আপনাদের এই চরিত্র হয় তাহলে ক্ষমতায় গেলে কী করবেন?
তিনি আরও বলেন, ‘টিএসসিতে আমরা একটি স্কোরবোর্ড লাগাব। কে কবে কোথায় কী জুলুম করেছে, তার বিস্তারিত সেখানে থাকবে। ইনশাআল্লাহ, আমরা এটি করব।’
নির্বাচনে ‘বিএনপি ২০০ আসন পাবে’ এমন প্রচারণা নিয়েও কটাক্ষ করেন ছাত্র অধিকার পরিষদের সভাপতি। তিনি বলেন, ‘এই ন্যারেটিভ ছড়ানো বন্ধ করুন। যারা এই কথা বলেন, তারা কান ধরে তওবা করুন। টাকা দিয়ে ভোট কেনার স্বপ্ন ভুলে যান।’
এর আগে মানববন্ধনে বক্তব্য রাখেন ঢাবি শিক্ষার্থী মাহতাব হোসেন ও ছাত্র অধিকার পরিষদের সদস্য সচিব রাকিবুল ইসলাম।
মাহতাব বলেন, ‘জুলাই আবার ফিরে আসছে। আমরা এর আগেও দেখেছি চাঁদাবাজদের কীভাবে প্রতিহত করা হয়েছিল। এখন আবার তারা একটি দলের ছায়ায় ফিরে আসছে।’
তিনি বলেন, ‘জেনে রাখুন, ধর্ষণ-চাঁদাবাজি করে বাংলাদেশের জনগণের ম্যান্ডেট পাওয়া যাবে না। স্বরাষ্ট্র উপদেষ্টা যদি সকালে পুলিশের খোঁজ নেন, ‘বাবু সকালে খেয়েছো?’ তাহলে তাকে এজন্য উপদেষ্টা রাখা হয়নি। এটা দায়িত্বজ্ঞানহীন আচরণ।’
ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র অধিকার পরিষদের সদস্য সচিব রাকিবুল ইসলাম বলেন, ‘জাহেলিয়াত কায়েম করে কোনো সরকারই টিকে থাকতে পারেনি। ১৪০০ বছর আগেও জাহেলিয়াত পরাজিত হয়েছে। আওয়ামী জাহেলিয়াতও টিকেনি। এখন নব্য জাতীয়তাবাদী জাহেলিয়াতও টিকবে না।’