শনিবার, ০৪:০৯ অপরাহ্ন, ১২ জুলাই ২০২৫, ২৮শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।

‘ক্ষমতায় যাওয়ার আগে এই চরিত্র, ক্ষমতায় গেলে কী করবেন’

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : শনিবার, ১২ জুলাই, ২০২৫
  • ৩ বার পঠিত

বিএনপি ও তাদের অঙ্গসংগঠনের নেতাকর্মীদের প্রশ্ন ছুড়ে দিয়ে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের সভাপতি বিন ইয়ামিন মোল্লা বলেছেন, ক্ষমতায় যাওয়ার আগে যদি আপনাদের এই চরিত্র হয় তাহলে ক্ষমতায় গেলে কী করবেন?

আজ শনিবার (১২ জুলাই) রাজধানীর মিটফোর্ডে চাঁদা না দেওয়ায় ব্যবসায়ী সোহাগকে হত্যার ঘটনায় যুবদলের সংশ্লিষ্টতার অভিযোগ এনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে এক মানববন্ধনে তিনি এ কথা বলেন। মানববন্ধন শেষে সংগঠনটি একটি বিক্ষোভ মিছিলও বের করে।
বিন ইয়ামিন মোল্লা বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের উদ্দেশে বলেন, ‘আপনারা কি এখনই ক্ষমতায় এসেছেন? গত ১৫ বছরে আমরা বহুবার আওয়ামী লীগ ও ছাত্রলীগকে নিজেদের সংশোধনের আহ্বান জানিয়েছি। তারা সংশোধন তো দূরের কথা, উল্টো আমাদের ওপর হামলা করেছে, হত্যাচেষ্টা চালিয়েছে, উপহাস করেছে। আর সেই কারণেই আজ তারা ভারতে পালিয়ে বেড়াচ্ছে। হলে হলে ছাত্ররা স্লোগান দিচ্ছে, আপনারা ধর্ষণ-হত্যার দায় নিচ্ছেন না, তাহলে কি চাঁদার ভাগ নেবেন?’

তিনি আরও বলেন, ‘টিএসসিতে আমরা একটি স্কোরবোর্ড লাগাব। কে কবে কোথায় কী জুলুম করেছে, তার বিস্তারিত সেখানে থাকবে। ইনশাআল্লাহ, আমরা এটি করব।’

নির্বাচনে ‘বিএনপি ২০০ আসন পাবে’ এমন প্রচারণা নিয়েও কটাক্ষ করেন ছাত্র অধিকার পরিষদের সভাপতি। তিনি বলেন, ‘এই ন্যারেটিভ ছড়ানো বন্ধ করুন। যারা এই কথা বলেন, তারা কান ধরে তওবা করুন। টাকা দিয়ে ভোট কেনার স্বপ্ন ভুলে যান।’

এর আগে মানববন্ধনে বক্তব্য রাখেন ঢাবি শিক্ষার্থী মাহতাব হোসেন ও ছাত্র অধিকার পরিষদের সদস্য সচিব রাকিবুল ইসলাম।

মাহতাব বলেন, ‘জুলাই আবার ফিরে আসছে। আমরা এর আগেও দেখেছি চাঁদাবাজদের কীভাবে প্রতিহত করা হয়েছিল। এখন আবার তারা একটি দলের ছায়ায় ফিরে আসছে।’

তিনি বলেন, ‘জেনে রাখুন, ধর্ষণ-চাঁদাবাজি করে বাংলাদেশের জনগণের ম্যান্ডেট পাওয়া যাবে না। স্বরাষ্ট্র উপদেষ্টা যদি সকালে পুলিশের খোঁজ নেন, ‘বাবু সকালে খেয়েছো?’ তাহলে তাকে এজন্য উপদেষ্টা রাখা হয়নি। এটা দায়িত্বজ্ঞানহীন আচরণ।’

ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র অধিকার পরিষদের সদস্য সচিব রাকিবুল ইসলাম বলেন, ‘জাহেলিয়াত কায়েম করে কোনো সরকারই টিকে থাকতে পারেনি। ১৪০০ বছর আগেও জাহেলিয়াত পরাজিত হয়েছে। আওয়ামী জাহেলিয়াতও টিকেনি। এখন নব্য জাতীয়তাবাদী জাহেলিয়াতও টিকবে না।’

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com