চলতি আইপিএলে শুরুতে ধুঁকতে থাকলেও বর্তমানে রীতিমতো উড়ছে মুম্বাই ইন্ডিয়ানস। সবশেষ ৫ ম্যাচের সবকয়টিতেই জিতেছে তারা। শুরুতে দলের সঙ্গে না থাকা জাসপ্রিত বুমরাহর ফেরা এর বড় একটি কারণ। গতকাল রবিবার দিনের ম্যাচে মুম্বাই হারায় লক্ষ্ণৌ সুপার জায়ান্টসকে। এই ম্যাচেও নায়ক বুমরাহ। তবে এমন ম্যাচের দিনেও একটি বিষয় নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন তার স্ত্রী ও উপস্থাপনক সানজানা গণেশন।
মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে গতকাল লক্ষ্ণৌকে ৫৪ রানে হারায় হার্দিক পান্ডিয়ার দল। ম্যাচে ৪ ওভার বল করে মাত্র ২২ রান খরচায় ৪ উইকেট তুলে নেন বুমরাহ। ওয়াংখেড়েতে ম্যাচটি দেখতে হাজির হয়েছিলেন সানজানা ও গণেশন। ক্যামেরাও তাদেরকে স্টেডিয়ামে দেখিয়েছে।
ক্যামেরায় ৩ সেকেন্ডের সেই উপস্থিতি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে তুমুল আলোচনা। দর্শকরা বিভিন্ন মন্তব্য করছেন সেটি নিয়ে। তবে অঙ্গদকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা একদমই ভালো লাগছে না সানজানার। রেগেমেগে সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভ ঝেড়েছেন তিনি।
ইনস্টাগ্রাম স্টোরিতে সানজানা লিখেছেন, ‘আমাদের সন্তান আপনাদের বিনোদনের বিষয় নয়। জাসপ্রীত এবং আমি অঙ্গদকে সোশ্যাল মিডিয়া থেকে দূরে রাখার জন্য যথাসাধ্য চেষ্টা করি। ইন্টারনেট একটি ঘৃণ্য, জঘন্য জায়গা এবং ক্যামেরা ভরা স্টেডিয়ামে একটি শিশুকে নিয়ে আসার মানে আমি সম্পূর্ণরূপে বুঝতে পারি। তবে দয়া করে বুঝতে হবে যে অঙ্গদ এবং আমি জাসপ্রীতকে সমর্থন করার জন্যই ছিলাম, অন্য কিছু নয়।’
ওয়াংখেড়ের গ্যালারিতে গণেশন ও অঙ্গদ। ছবি: এক্স
স্টোরিতে সানজানা আরও লেখেন, ‘আমাদের ছেলের ইন্টারনেটে ভাইরাল হওয়া বা জাতীয় সংবাদে আসা নিয়ে আমাদের কোনো আগ্রহ নেই। যেখানে অপ্রয়োজনীয় মতামত দিতে সিদ্ধহস্ত কি-বোর্ড যোদ্ধারা ৩ সেকেন্ডের ফুটেজ দেখে সিদ্ধান্ত নিচ্ছে যে অঙ্গদ কে, তার সমস্যা কী, তার ব্যক্তিত্ব কী।’
সানজানা ঘটনার বর্ণনায় আরও লিখেছেন, ‘ওর (অঙ্গদ) বয়স দেড় বছর। একটি শিশুর কথা উল্লেখ করে ট্রমা এবং হতাশার মতো শব্দ ছড়ানো আমরা সম্প্রদায় হিসাবে কী হয়ে উঠছে সে সম্পর্কে অনেক কিছু বলে দেয় এবং এটি সত্যিই দুঃখজনক। আপনারা আমাদের ছেলে সম্পর্কে কিছুই জানেন না, আমাদের জীবন সম্পর্কে কিছুই জানেন না এবং আমি আপনাদের অনুরোধ করছি অনলাইনে আপনার মতামত সেই অনুযায়ী রাখুন।’