শনিবার, ১১:৫৫ পূর্বাহ্ন, ০৩ মে ২০২৫, ২০শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।

‘ও’ পজিটিভের বদলে ‘বি’ পজিটিভি রক্ত পুশ করায় রোগীর মৃত্যুর অভিযোগ

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫
  • ১৩ বার পঠিত

মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ভুল রক্ত পুশ করায় বিল্লাল মিয়া নামে এক রোগীর মৃত্যু হয়েছে। ‘ও’ পজেটিভ রক্তের পরিবর্তে ‘বি’ পজেটিভ রক্ত পুশ করায় এ ঘটনা ঘটেছে বলে অভিযোগ তুলেছে বিল্লাল মিয়ার পরিবার।

শুক্রবার (১৮ এপ্রিল) বিকেল ৪টার দিকে রক্ত দেওয়ার পর রাত ১০টার দিকে ওই রোগীর মৃত্যু হয়েছে।

রোগীর স্বজনরা অভিযোগ করেন, হাসপাতালের ব্লাড ব্যাংক থেকে রক্ত এনে আমরা নার্সের কাছে দেওয়ার পর নার্সরা বলে ডাক্তারের অর্ডারপত্র লাগবে। ডাক্তারের কাছে যাওয়ার পর ডাক্তার রক্ত দেখে অর্ডারপত্র দেন। এরপর নার্সরা রোগীর শরীরে সেটি পুশ করেন। রক্ত দেওয়া শুরুর পর থেকেই রোগীর সারা শরীর ঠান্ডা হয়ে যায়। আমরা তখনও বুঝিনি যে রোগীকে ভুল রক্ত দেওয়া হচ্ছে। পরে বাইরের একজন লোক দেখে আমাদের বলে রোগীকে ভুল রক্ত দেওয়া হচ্ছে। ব্লাড ব্যাংক থেকেই আমাদের কাছে ভুল রক্ত দেওয়া হয়েছে।

এরপর আমরা হাসপাতালের নার্স ও ডাক্তারদের অনেক ডাকাডাকি করলেও তারা এসে রোগীর কোনো চিকিৎসা দেননি। তারা তড়িঘড়ি করে সেই রক্তের ব্যাগ ও রক্ত সংক্রান্ত কাগজপত্র নিয়ে চলে যান। পরে রাত ৮টার দিকে আরেকজন ডাক্তার এসে আমাদের রোগীকে ঢাকায় নিয়ে যেতে বলেন। আমরা বলেছি, রোগীকে ঢাকায় নেওয়ার মতো অবস্থা আমাদের নেই। এটা একটা সরকারি মেডিকেল কলেজ, আমাদের রোগীর চিকিৎসা এখানেই করেন। তারপর তারা রোগীকে আর কোনো চিকিৎসা দেননি।

মানিকগঞ্জ মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে রাতে দ্বায়িত্বপ্রাপ্ত চিকিৎসক ডা. ইশতিয়াক আহমেদ বলেন, বিকেল ৪টার দিকে ডিউটি ছিলেন ইন্টার্নী চিকিৎসক ঐশী ও মেডিকেল অফিসার ডাক্তার নুরজাহান। ওই সময় রক্ত পুশ করা হয়েছে। আমি রাত ৮ টায় ডিউটি শুরু করেছি। আমি ডিউটি শুরু করার পর যতটুকু সম্ভব চেষ্টা করেছি। এরপরও রোগীকে বাঁচানো সম্ভব হয়নি।

ডা. ঐশী এবং ডা. নূরজাহানের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করার চেষ্টা করেও সম্ভব হয়নি।

মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমান উল্লাহ বলেন, ভুল রক্ত পুশ করার কারণে এক রোগীর মৃত্যু হয়েছে এমন অভিযোগ শুনেছি তবে এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাইনি।  লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com