উৎসবমুখর পরিবেশে ও নানা অনুষ্ঠানমালার মধ্যদিয়ে সোমবার বরিশালের গৌরনদীতে সরকারি-বেসরকারী ভাবে বাঙালীর চিরাবরিত উৎসব বাংলা নববর্ষ উদযাপন করা হয়েছে।
এ উপলক্ষে গৌরনদী উপজেলা প্রশাসনের আয়োজনে সোববার সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে জাতীয় ও বর্ষবরণ সংগীতের মাধ্যমে দিবসের অনুষ্ঠানমালার সূচনা হয়। অনুষ্ঠানের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার ও গৌরনদী পৌর প্রশাসক মোঃ আবদুল্লাহ খান। পরে উপজেলা চত্বর থেকে বৈশাখী আনন্দ শোভাযাত্রা বের হয়ে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। শোভাযাত্রা শেষে উপজেলা শিশু পার্কে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠান শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ রাজিব হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তার সহধর্মিনী অ্যাড. ফাতিমা আক্তারসহ অতিথিবৃন্দগন। অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠান সমুহের প্রধান গন, বীর মুক্তিযোদ্ধ, জনপ্রতিনিধি, সাংবাদিকসহ নানা শ্রেণি-পেশার মানুষ ও শিক্ষার্থীরা অংশগ্রহন করেন।
বাংলা নববর্ষ উপলক্ষে গৌরনদীবাসীকে শুভেচ্ছা জানিয়ে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবদুল্লাহ খান বলেন, এই আয়োজন আমাদের বাঙালি সংস্কৃতি ও ঐতিহ্যকে ধারণ করে। নতুন বছরে সাম্য, শান্তি ও অগ্রগতির প্রত্যাশায় আমাদের সকলকে একসাথে কাজ করতে হবে।