পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে গৌরনদী জাতীয়তাবাদী প্রবাসী সমাজ কল্যান ঐক্য পরিষদের উদ্যোগে রোববার সকালে বরিশালের গৌরনদীর শতাধিক গরিব, অসহায়, দুস্থ মানুষের মাঝে নগদ অর্থ বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে রোববার (ঈদের আগের দিন) সকাল ১০টায় উপজেলার খাঞ্জাপুর ইউনিয়নের কমলাপুর তুলাতলা বাজারে নগদ অর্থ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, গৌরনদী উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক মোঃ ফজলুর হক সরদার, উপজেলা বিএনপি’র সদস্য মোঃ মজিবুর রহমান মাস্টার, মোঃ আবুল কালাম আজাদ, পেট্রোবাংলার ডেপুটি ম্যানেজার মোঃ ফেরদাউস হাওলাদার, খাঞ্জাপুর ইউনিয়ন বিএনপির যুগ্ন সম্পাদক মোঃ এমদাদ শিকদার, যুবদল নেতা মোঃ লিটন হাওলাদার, ছাএদল নেতা মোঃ এনামুল তালুকদার, মোঃ ফরিদ কাজী, মোঃ জাহিদুল ইসলাম।
অর্থ সহায়তা প্রদান করেন, সংগঠনটির সদস্য, ইতালী প্রবাসী গোলাম কিবরিয়া, রেজাউল শিকদার, মিরাজ তালুকদার, মালয়েশিয়া প্রবাসী মাঈনুল ইসলাম, মহাসিন তালুকদার, সৌদি আরব প্রবাসী নুর ইসলাম তালুকদার, বজলু তালুকদার, কাতার প্রবাসী মেজবাহ উদ্দিন তালুকদার, মাসুদ তালুকদার, সিঙ্গাপুর প্রবাসী আমির হোসেন হাওলাদার ও শাকিল সরদার প্রমূখ।