ওয়ার্ড পর্যায়ের গরিব অসহায় ও দুস্থ্যদের মধ্যে বিতরণের জন্য সৈয়দ ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে বৃহস্পতিবার দুপুরে বরিশালের গৌরনদীতে ইউনিয়ন বিএনপির নেতাদের হাতে ঈদ বস্ত্র হস্তান্তর করা হয়েছে।
এ উপলক্ষে বৃহস্পতিবার বেলা ১২ টায় উপজেলা সদরের চর গাধাতলী মৃধা কুটির প্রাঙ্গণে ঈদ বস্ত্র হস্তান্তরের আনুষ্ঠানিক আয়োজন করা হয়।
আমেরিকা প্রবাসী বিএনপি নেতা বোস্টন বিএনপি’র সভাপতি সৈয়দ বদরে আলম পরিচালিত সৈয়দ ওয়েলফেয়ার ফাউন্ডেশন এর পক্ষ থেকে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বিতরণের লক্ষ্যে ওই ঈদবস্ত্র হস্তান্তর করা হয়।
গৌরনদী উপজেলার ১টি পৌরসভা ও ৭টি ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডের গরিব অসহায় ও দুঃস্থ্য মানুষের মধ্যে ঈদবস্ত্র বিতরণের লক্ষ্যে ওই ইউনিয়ন গুলোর বিএনপি নেতাদের হাতে দরিদ্রদের ঈদবস্ত্র হিসেবে শাড়ি-কাপড় ও লুঙ্গি তুলে দেওয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন গৌরনদী উপজেলা বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা সৈয়দ সরোয়ার আলম বিপ্লব, সদস্য সচিব শরিফ জহির সাজ্জাদ হান্নান, যুগ্ন আহ্বায়ক বদিউজ্জামান মিন্টু, ফজলুল হক সরদার, পৌর বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক শফিকুর রহমান শরীফ স্বপন, যুগ্ম আহ্বায়ক কামরুজ্জামান খোকন, জাকির হোসেন রাজাসহ বিএনপির অংগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।