গত পাঁচ দিন ধরে খোঁজ নেই বরিশাল মহানগরের ট্রাফিক বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) রাশেদুল ইসলামের। গত রবিবারথেকে নিজ কর্মস্থলে আসছেন না তিনি। আর এ বিষয়ে কোনও মন্তব্য করতে চান না বরিশাল মহানগর ট্রাফিক বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. শরীফউদ্দীন।
তবে নাম প্রকাশ না করার শর্তে ট্রাফিক পুলিশ বিভাগের এক কর্মকর্তা জানিয়েছেন, গত সেপ্টেম্বর মাসে মহানগর পুলিশের এডিসি হিসেব যোগ দেন রাশেদুল ইসলাম। পরে তিনি ট্রাফিক বিভাগের দায়িত্বে আসেন। রবিবার (৯ মার্চ) দুপুর দুইটার দিকে কাউকে কিছু না বলে বেরিয়ে যান তিনি। এরপর থেকে তার কোনও খোঁজ নেই।
বরিশাল মহানগর পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম জানিয়েছেন, গত রবিবার থেকে কর্মস্থলে আসছেন না অতিরিক্ত উপ পুলিশ কমিশনার (এডিসি) রাশেদুল ইসলাম।
তিনি আরও বলেন, কর্মস্থলে না আসার বিষয়ে খোঁজ নিতে গিয়ে জানতে পেরেছি জুলাই অভ্যুত্থানে শিক্ষার্থী হত্যার ঘটনায় করা একটি মামলায় রাশেদুল ইসলাম আসামি হয়েছেন। তার কর্মস্থলে অনুপস্থিত থাকার বিষয়টি পুলিশ হেডকোয়ার্টার্সকে অবগত করা হয়েছে। তারা এ বিষয়ে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করবেন।
জানা গেছে, জুলাই অভ্যুত্থানে ঢাকার রামপুরা এলাকায় বিল্ডিংয়ের কার্নিশে ঝুলতে থাকা ছাত্রদের গুলি করে পুলিশ। সেই ঘটনায় রামপুরা থানায় মামলার আসামি এডিসি রাশেদ। ঢাকার মামলায় গ্রেফতার থেকে বাচঁতে বরিশাল থেকে পালিয়ে গেছেন এডিসি রাশেদ।