সোমবার, ১০:২০ অপরাহ্ন, ১০ মার্চ ২০২৫, ২৫শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।

পুরনো সংবিধান রেখে নতুন বাংলাদেশ বিনির্মাণ সম্ভব নয়: নাহিদ ইসলাম

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৪ মার্চ, ২০২৫
  • ৯ বার পঠিত

পুরনো সংবিধান এবং শাসন কাঠামো রেখে নতুন বাংলাদেশ বিনির্মাণ সম্ভব নয় বলে মন্তব্য করেছেন নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক মো. নাহিদ ইসলাম।

আজ মঙ্গলবার সকালে সাভারের জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ মন্তব্য করেন।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে নাহিদ ইসলাম বলেন, ‘গণতান্ত্রিক প্রক্রিয়াগুলোকে বারবার দীর্ঘায়িত করা হয়েছে। কেবল সরকার পরিবর্তন নয়, পুরো সাংবিধানিক কাঠামো পরিবর্তন করে নতুন একটি বাংলাদেশের যাত্রা শুরু করতে চাই।২৪ এর গণঅভ্যুত্থান যাতে ব্যর্থ না হয় সেটা মাথায় রেখে আমরা পুরনো সংবিধান এবং পুরনো শাসন কাঠামো পরিবর্তনের কথা বলছি। যেখানে প্রকৃত গণতন্ত্র, ইনসাফ এবং সাম্য নিশ্চিত করা সম্ভব হবে।’

তিনি বলেন, ‘আমরা বলেছি, একটি নতুন প্রজাতন্ত্র করতে হবে। তার জন্য নতুন সংবিধান এবং গণপরিষদ নির্বাচন প্রয়োজন। সেই জায়গা থেকে আমরা সেকেন্ড রিপাবলিকের কথা বলেছি। সেই লক্ষ্যেই আমরা কাজ করে যাচ্ছি। আমাদের প্রথম লক্ষ্য হলো তৃণমূলে সাংগঠনিক কার্যক্রমকে বিস্তৃত করা।’

জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক মো. নাহিদ ইসলাম বলেন, ‘পাশাপাশি সেকেন্ড রিপাবলিক প্রতিষ্ঠায় কাজ করবে এনসিপি। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা একটি স্বাধীন ভূখণ্ড পেলেও আমাদের সার্বভৌমত্ব বারবার হুমকির মুখে পড়েছে। গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো ভেঙে পড়েছে। আমরা গণতান্ত্রিক সংবিধান গড়ে তুলতে পারিনি। একদলীয় সংবিধানের মাধ্যমে ফ্যাসিজম এবং স্বৈরাচারীর বীজ বপন করা হয়েছিল।’

এ সময় অপর এক প্রশ্নের জবাবে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক বলেন, ‘বিচারিক কার্যক্রমের মাধ্যমে আওয়ামী লীগের রাজনৈতিক ফায়সালা বাংলার মাটিতে করতে হবে। আমরা জুলাই গণহত্যার বিচার দ্রুত সময়ের মধ্যে কার্যকর দেখতে চাই।’

তিনি বলেন, ’দলের প্রথম কর্মসূচি হিসেবে আজ আমরা জাতীয় স্মৃতিসৌধে স্বাধীনতা সংগ্রামের বীর শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করেছি। আজ থেকে শুরু হলো আমাদের আনুষ্ঠানিক কর্মসূচি। দেশের মানুষদের আমরা শুভেচ্ছা জানাই। এই ভূখণ্ডের মানুষের লড়াইয়ের যে ইতিহাস রয়েছে, ১৯৪৭ সালের আজাদীর লড়াই থেকে শুরু করে ১৯৭১ সালের মহান স্বাধীনতা সংগ্রাম এবং ২০২৪ সালের ছাত্র জনতার অভ্যুত্থান – এই সকল লড়াইয়ের আকাঙ্ক্ষাকে ধারণ করেই আমরা নতুন বাংলাদেশ বিনির্মাণ করব। সেই লক্ষ্যেই জাতীয় নাগরিক পার্টি কাজ করে যাচ্ছে।’

রাজনৈতিক দলের নিবন্ধন পেতে যেসব শর্তাবলী রয়েছে, তা দ্রুততম সময়ের মধ্যে পূরণ করা। আশা করছি আমরা এ মাসের মধ্যে আমরা গঠনতন্ত্র প্রণয়নের কাজ শুরু করবো।

জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক মো. নাহিদ ইসলাম আরও বলেন, ‘আমরা রায়ের বাজার বদ্ধভূমিতে যাবো। সেখানে ৭১ এবং জুলাই শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি অর্পণ করবো। তাদের আত্মত্যাগকে স্মরণ করেই আমরা আমাদের যাত্রা সূচনা করছি।’

তিনি বলেন, ‘মুক্তিযুদ্ধসহ সব গণতান্ত্রিক আন্দোলনের আকাঙ্ক্ষা পূরণে কাজ করবে নাগরিক পার্টি।’

নাহিদ বলেন, ‘নিবন্ধন নিতে শর্তাবলী পূরণ করে দ্রুত সময়ের মধ্যে আগাবো। গঠনতন্ত্র প্রণয়নের কাজ চলছে।’

এ সময় নাগরিক পার্টির সদস্য সচিব আখতার হোসেন, মুখ্য সংগঠক সারজিস আলম, হাসনাত আবদুল্লাহ, মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারী, সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক হান্নান মাসুদসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

এর আগে, আজ সকালে সাভার জাতীয় স্মৃতিসৌধে জাতীয় নাগরিক পার্টির নেতারা মহান মুক্তিযুদ্ধের শহীদদের স্মরণে শ্রদ্ধা নিবেদন করেন। পরে তারা রাজধানীর রায়েরবাজারে সকাল ১০টায় চব্বিশের ছাত্র-জনতার অভ্যুত্থানে শহীদদের কবর জিয়ারত করবেন।

দুটি কর্মসূচিতেই জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক মো. নাহিদ ইসলাম ও সদস্য সচিব আখতার হোসেনের নেতৃত্বে কেন্দ্রীয় সদস্যরা উপস্থিত থাকবেন।

এই কর্মসূচির মাধ্যমে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) তাদের রাজনৈতিক যাত্রার আনুষ্ঠানিক সূচনা করলো।

প্রসঙ্গত, গত ২৮ ফেব্রুয়ারি বিকেলে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে বিশাল সমাবেশের মধ্যদিয়ে নতুন রাজনৈতিক দল হিসেবে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে জাতীয় নাগরিক পার্টি। পরে ২১৭ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com