পবিত্র মাহে রমজানকে স্বাগত জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে শুক্রবার সকালে বরিশালের গৌরনদীতে আনন্দ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। জাতীয় সংসদের ২২১ বরিশাল-১ (গৌরনদী-আগৈলঝাড়া) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর থেকে মনোনয়ন প্রাপ্ত ও বাংলাদেশ মজলিসে মুফাচ্ছিরিন কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি এবং বরিশাল বিভাগীয় ওলামা বিভাগের সভাপতি হাফেজ মাওলানা মো. কামরুল ইসলাম খানের নেতৃত্বে শুক্রবার সকাল ৯টায় গৌরনদী বাসষ্ট্যান্ড জামে মসজিদ চত্বর থেকে বের হয়ে মিছিলটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে।
এরপর বাংলাদেশ জামায়াতে ইসলামীর গৌরনদী উপজেলা আমীর মাওলানা মো. আল-আমীন এর সভাপতিত্বে গৌরনদী বাসস্ট্যান্ড জামে মসজিদ চত্বরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাফেজ মাওলানা মো. কামরুল ইসলাম খান।
বক্তব্য রাখেন, গৌরনদী উপজেলা জামায়াতের সাবেক নায়েবে আমীর মাওলানা জাকির হোসেন, গৌরনদী উপজেলা জামায়াতের সেক্রেটারী মো. বায়েজিদ হোসেন শরীফ, পৌর জামায়াতের আমীর হাফেজ মাওলানা মো. হাফিজুর রহমান, সেক্রেটারী অধ্যাপক আজিজুর রহমান, আগৈলঝাড়ার উপজেলা জামায়াতে সেক্রেটারী মাওলানা মো. গিয়াস উদ্দিন, গৌরনদী উপজেলা জামায়াতের অর্থ সম্পাদক মো. রুহুল আমীন সবুজ, ৬নং পৌর ওয়ার্ডের সভাপতি মোস্তফা আনোয়ারুল হক টিপু, ৭নং ওয়ার্ড মো. আমীরুল ইসলাম, ৬নং পৌর সেক্রেটারী আবদুল ওয়াহীদ মাসুম, মো. আলম, গৌরনদী উপজেলা ছাত্রশিবিরের সভাপতি মো. সাইফুল ইসলাম স্বজল, সেক্রেটারী মো. মাইনুল ইসলম পলাশ, সাবেক সভাপতি মো. সেলিম পৌর ছাত্র শিবিরের সভাপতি আবদুল মুমিন, সেক্রেটারী সিয়াম মাহমুদ প্রমুখ।