বৃহস্পতিবার, ০৩:১০ অপরাহ্ন, ২০ ফেব্রুয়ারী ২০২৫, ৭ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।

নির্বাচনী রোডম্যাপসহ বিভিন্ন দাবিতে ভোলায় বিএনপির সমাবেশ

এস এম রুহুল আমিন, গৌরনদী 
  • আপডেট টাইম : সোমবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৫
  • ১০ বার পঠিত
এনপির চেয়ারপারসনের উপদেষ্টা জহির উদ্দিন স্বপন বলেছেন, ‘বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে এমন রাষ্ট্র তৈরি করব, যে রাষ্ট্রে আর কোনো দিন নিশিরাতের ভোট হবে না।’

আজ সোমবার দুপুরে ভোলা জেলা বিএনপির কার্যালয়ের সামনে এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথাগুলো বলেন। নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখা, অবনতিশীল আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, দ্রুত গণতান্ত্রিক যাত্রাপথে উত্তরণের জন্য নির্বাচনী রোডম্যাপ ঘোষণা এবং রাষ্ট্রের পতিত ফ্যাসিবাদের নানা চক্রান্তের অপচেষ্টা মোকাবিলাসহ বিভিন্ন দাবিতে ওই সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
জহির উদ্দিন স্বপন বলেন, ‘এই ভোলার মাটিতে ২০২২ সালের জুন মাসে ছাত্রদলের নেত নুরে আলম ও আবদুর রহিমকে হত্যার মধ্য দিয়ে পতিত ফ‍্যাসিবাদ তাদের কবর খুঁড়তে শুরু করেছিল। সেই নৃশংসতার সর্বশেষ লাশ দাফন হয়েছে ভোলার শহীদ হাসানের। যেদিন আমরা দেশে কার্যকর গণতন্ত্র ফিরিয়ে আনতে পারব, সেদিন সব শহীদের আত্মত্যাগ সফল হবে। তার জন্য চাই অবাধ নির্বাচন, আর তা নিশ্চিত করতে হবে জরুরি সংস্কার সম্পন্ন করে। বাকি সংস্কারের চলমান প্রক্রিয়ায় নেতৃত্ব দেবে নির্বাচিত সংসদ। ফ‍্যাসিবাদকে কোনো নৈরাজ‍্যবাদ দমন করতে পারে না। কেবল জনগণের গণতান্ত্রিক অংশগ্রহণের মাধ্যমেই তা সম্ভব।’জহির উদ্দিন আরও বলেন, ‘শহীদ নুরে আলম, আবদুর রহিম, আবু সাঈদসহ হাজার হাজার শহীদের হত্যাকারীদের দ্রুত বিচারের কাঠগড়ায় আনতে হবে। অন্তর্বর্তীকালীন সরকার এই বিচারের বিষয়ে কেন বিলম্ব করছে, আমরা এই জনসভা থেকে তাদের কাছে প্রশ্ন রাখতে চাই।’
সমাবেশে ভোলা জেলা বিএনপির আহ্বায়ক গোলাম নবী আলমগীর সভাপতিত্ব করেন। আরও বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও ভোলা-২ আসনের সাবেক সংসদ সদস্য হাফিজ ইব্রাহীম, বরিশাল বিভাগের বিএনপির সহসাংগঠনিক সম্পাদক মাহবুবুল হক, কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য মো. হায়দার আলী লেলিন, ভোলা জেলা বিএনপির সদস্যসচিব রাইসুল আলম প্রমুখ। সমাবেশ শেষে অতিথিরা গত ৫ আগস্ট নিহত ভোলা কাচিয়া ইউনিয়নের মোহাম্মদ হাসানের পরিবারকে এক লাখ টাকা প্রদান করেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com