রিশাল-১ (আগৈলঝাড়া-গৌরনদী) আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জহির উদ্দিন স্বপন বলেন, সময়ের সাথে সাথে রাজনীতি পরিবর্তন হয়। প্রচলিত রাজনীতিকে নাকচ করে আরেকটা নতুন দৃষ্টিভঙ্গি সমানে আসে এটাই নতুন রাজনীতি। মানুষ কোন মত গ্রহণ করবে সেটা সময় বলে দেয়। তবে সে তা করে রাজনীতি পরিহার করে নয়, রাজনীতির মধ্যে থেকেই। রবিবার রবিবার (১৬ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১২টায় বরিশাল রিপোর্টার্স ইউনিটির হল রুমে আয়োজিত মিট দ্য রিপোর্টার্সে এসব কথা বলেন তিনি।
স্বপন আরো বলেন, যেমনটা বদলে গেছে সংবাদ পত্র বা সাংবাদিকতার ধরণ। আপনি ইচ্ছা করলেই কোন নেতাকে দেবতা বানাতে পারবেন না, পাঠক বা শ্রোতা তা বুঝতে পারবে।
বরিশাল রিপোর্টার্স ইউনিটির সভাপতি আনিসুর রহমান খান স্বপন’র সভাপতিত্বে এসময় আরো উপস্থি ছিলেন, বিএনপি নেতা নজরুল ইসলাম খান রাজন, বিআরইউ সাধারণ সম্পাদক খালিদ সাইফুল্লাহ, যুগ্ম সম্পাদক রাসেল হোসেন, কোষাধক্ষ্য মো. নুরুজ্জামান, সিনিয়র সাংবাদিক সুশান্ত ঘোষ, বিধান সরকার, মো. আলী খান জসিম, অপূর্ব অপু, ফিরোজ মোস্তফা, শাহিন হাফিজ, শাহিন হাসান, মাসুদ রানা, শাওন খান, মুশফিক সৌরভ, আনিসুর রহমানসহ বিভিন্ন প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।