থানা পুলিশের অপারেশন ডেভিল হান্ট অভিযানে শনিবার রাতে গ্রেপ্তার হয়েছেন ৫ আগষ্টের পর বরখাস্ত হওয়া বরিশালের গৌরনদী উপজেলা চেয়ারম্যান ও বরিশাল জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দা মনিরুন নাহার মেরী।
গৌরনদী মডেল থানা পুলিশ তাদের অপারেশন ডেভিল হান্টের আওতায় শনিবার দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার নাঠৈ গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে।
থানা সূত্রে জানাগেছে, থানা পুলিশের অপারেশন ডেভিল হান্ট অভিযানের আওতায় শনিবার দিবাগত রাত দেড়টার দিকে ওই বাড়িতে অভিযান চালায়। এ সময় মেরী ওই বাড়িতেই অবস্থান করছিলেন। থানা পুলিশ সেখান থেকে তাকে গ্রেপ্তার করে।
গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে গৌরনদী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইউনুস মিয়া জানান, নাঠে গ্রামের বিএনপি নেতা সৈয়দ নিয়াজুল হক নাদিম এর ওপর হামলা ও হুমকির অভিযোগে দায়ের করা মামলায় মেরী এজাহারভূক্ত আসামি।
উল্লেখ্য, গত ৫ আগস্টের গনঅদ্ভুত্থানে ফ্যাসিষ্ট হাসিনা সরকারের পতনের পর গৌরনদীর বেশিরভাগ আওয়ামী লীগ নেতা-কর্মীরা নেতারা তাদের বাড়ি ঘর ছেড়ে আত্মগোপন করলেও বরখাস্ত হওয়া ওই নারী উপজেলা চেয়ারম্যান মেরী আতœগোপন না করে নিজ বাড়িতেই থেকে যান।