বুধবার, ০৭:৪২ অপরাহ্ন, ১৯ ফেব্রুয়ারী ২০২৫, ৬ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।

দুপুরে মাহফিলে উঠবেন আজহারি, রাতেই মানুষের ঢল

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : শনিবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৫
  • ১০ বার পঠিত

ময়মন‌সিংহ নগরীর সা‌র্কিট হাউস মা‌ঠে তাফ‌সিরুল কোরআন মাহ‌ফি‌লে যোগ দিবেন বিশিষ্ট ইসলামি স্কলার ড. মিজানুর রহমান আজহারি। তার এ মাহফিল সফল করতে সব ধরনের প্রস্তু‌তি সম্পন্ন হ‌য়ে‌ছে। মাহ‌ফিল‌কে ঘি‌রে নগরী‌তে চল‌ছে উৎস‌বের আমেজ।

শনিবার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে ময়মনসিংহে তিনি প্রধান বক্তা হিসেবে মাহফিলে অংশগ্রহণ করবেন। এ উপলক্ষে নগরীর ঐতিহাসিক সার্কিট হাউজ ময়দানে রাতেই মানুষের ঢল নেমেছে।

শুক্রবার রাতে সরেজমিনে দেখা যায়, ধর্মপ্রাণ মুসল্লিরা একে একে মাহফিলের ময়দানে আসছেন। অনেকে ময়মনসিংহ বিভাগ ছাড়াও বিভিন্ন জেলা-উপজেলা থেকে এসেছেন। কেউ একা, কেউ পরিবারের সদস্যদের নিয়ে, কেউ বন্ধুদের নিয়ে, আবার কেউ পরিচিতজনদের সঙ্গে করে নিয়ে এসেছেন। কম্বলসহ মাফলার, সোয়েটার, চাদর নিয়ে এসেছেন তারা।

জামালপুর সদর থেকে এসেছেন দিদারুল আলম। তিনি বলেন, আমার পছন্দের হুজুর মিজানুর রহমান আজহারি। তার অসংখ্য ওয়াজ ইউটিউবে শুনেছি। সকালে এলে মঞ্চের কাছাকাছি স্থানে জায়গা পাওয়া সম্ভব না। তাই এবার সরাসরি দেখতে বিকেলেই চলে এসেছি। তাকে সরাসরি দেখে বয়ান কখনো শুনতে পারিনি। খুব ইচ্ছে তাকে সরাসরি দেখে বয়ান শোনার।

আ‌য়োজকরা জানান, শ‌নিবার বাদ জোহর নগরীর ঐতিহাসিক সার্কিট হাউস ময়দানে মাহফিলে বক্তব্য রাখবেন মিজানুর রহমান আজহারি। এতে সভাপতিত্ব করবেন হাফেজ মাওলানা নুরুল ইসলাম। মাহফিল উপলক্ষে ১০-১৫ লক্ষাধিক লোকের সমাগম ঘটতে পারে। এ জন্য সার্কিট হাউজ মাঠ, জিলা স্কুল মাঠ, গভর্নমেন্ট ল্যাবরেটরি স্কুল মাঠসহ উমেদ আলী মাঠ প্রস্তুত করা হয়ে‌ছে। জিলা স্কুল হোস্টেল মাঠ শুধু নারীদের জন্য প্রস্তুত করা হ‌য়ে‌ছে।

এই মাঠসহ বিভিন্ন পয়েন্ট ২২টি এলইডি পর্দার ব্যবস্থা করা হয়ে‌ছে। লোক সমাগম কেন্দ্র করে তিনটি মেডিকেল ক্যাম্প, চার শতাধিক অজুখানা ও ওয়াশরুম এবং পর্যাপ্ত খাবার পানির ব্যবস্থা থাকবে।

মাহফিলে বিপুল সংখ্যক মানুষ উপস্থিতির কারণে আজ (শনিবার) শহরে যানবাহন চলাচলেও কিছুটা নিয়ন্ত্রণ থাকবে। শম্ভুগঞ্জ ব্রিজের আগেই বড় যানবাহনকে আটকে দেওয়া হবে। এ ছাড়া নগরীর মাসকান্দা, আকুয়া বাইপাস ও রহমতপুর বাইপাসে আটকে দেওয়া হবে বড় যানবাহন। তবে শহরের অবস্থা অনুযায়ী ইজিবাইক (অটো) চলাচল করবে।

এদিকে, আজ বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ময়মনসিংহে। সেক্ষেত্রে ভর্তি পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীদের জন্য শহরে চলাচলে কোনো বাধা থাকবে না। তবে মূল শহরে যানজটের আশঙ্কায় সবাইকে বাইপাস ব্যবহারের অনুরোধ জানানো হচ্ছে।

আয়োজক কমিটির আহ্বায়ক কামরুল হাসান মিলন কালবেলাকে বলেন, ড. মিজানুর রহমান আজহারি একজন জনপ্রিয় ব্যক্তি। তাকে সব শ্রেণিপেশার মানুষ পছন্দ করেন। বয়ান শুনতে আগ্রহ নিয়ে অপেক্ষা করে অসংখ্য ধর্মপ্রাণ মুসল্লি। এরই মধ্যে দেখতে পাচ্ছি মানুষের ঢল নেমেছে। ওয়াজ শুরুর আগ পর্যন্ত সময়ে নিশ্চয়ই সমাগম আরও বহুগুণ বাড়বে। আয়োজনের সব ধরনের প্রস্তুতি শুক্রবার বিকেলেই শেষ হয়েছে।

এ বিষয়ে ময়মনসিংহের পুলিশ সুপার কাজী আখতার উল আলম জানান, মাহফিলকে ঘিরে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হবে। আশা করছি, কোনো ধরনের সমস্যা ছাড়াই মাহফিল শেষ হবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com