রবিবার দিবাগত ভোররাতে বরিশালের গৌরনদী উপজেলার সুন্দনদী গ্রামের মজিবর ঘরামীর বসত গৃহে দুধর্ষ ডাকাতি সংঘটিত হয়েছে। সংঘবদ্ধ মুখোশধারী ডাকাতদল ওই বসত গৃহ থেকে নগদ টাকা স্বর্নালঙ্কারসহ অন্তত ৬ লক্ষাধীক টাকার মালামাল লুট করে নিয়ে গেছে।
এ সময় ডাকাতদের হামলায় গৃহকর্তা মজিবর ঘরামী (৬০) স্ত্রী মমতাজ বেগম (৫০) ও ছেলে মুদি দোকানী মামুন ঘরামী (৩৬) আহত হয়েছে। আহত গৃহকর্তা মজিবর ঘরামী ও তার স্ত্রী মমতাজ বেগমকে প্রাথমিক চিকিৎসা দেয়া হলেও তাদের ছেলে ডাকাত দলের রাম-দা’য়ের কোপে গুরুতর আহত মুদি দোকানী মামুন ঘরামীকে ওই রাতেই গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। পুলিশ ডাকাত দলের সহযোগী সন্দেহে আল আমীন ঘরামী নামের এক জনকে গ্রেফতার করেছে।
ঘটনার প্রত্যক্ষদর্শী গৃহকর্তার স্ত্রী মমতাজ বেগম জানান, রবিবার দিবাগত রাত ৪টার দিকে ১০/১২ জনের একটি ডাকাত দল একটি পিকআপ নিয়ে বরিশাল ঢাকা মহাসড়ক সংলগ্ন তাদের বাড়িটিতে হানা দেয়। এর পর ডাকাতরা বাড়ির খোপ থেকে মুরগী ছেড়ে দেয়। খোপ ছেড়ে মুরগী গুলোর বেড়িয়ে পড়েছে টের পেয়ে ঘুম ভাঙ্গে মমতাজ বেগমের। ফলে তিনি তাদের চৌচালা টিনের বসত ঘরের দরজা খুলে বাইরে বের হন। এ সময় ডাকাত দল তাকে ঠেলে নিয়ে ঘরের ভেতরে ঢুকে পড়ে। এরপর ডাকাত দলের লোকেরা তাকে ও তার স্বামী গৃহকর্তা মজিবর ঘরামীকে লোহার রড ও হাতুরি দিয়ে পেটায় ও এলাপাতাড়ী মারধর শুরু করে। টের পেয়ে ঘুম থেকে জেগে ওঠে তাদের ছেলে মুদি দোকানী মামুন ঘরামী (৩৬)। তখন সে ডাকাত- ডাকাত বলে ডাক-চিৎকার দেয়। এ সময় ডাকাত দল রাম-দা দিয়ে মামুন ঘরামীর মাথায় কোপ দেয়। এতে তার মাথার বাম পাশে রক্তাক্ত যখম হয়। গুরুতর আহত অবস্থায় ঘর থেকে দৌড়ে বের হয়ে সে বাড়ির পাশর্^বর্তি মসজিদে গিয়ে ইমামকে ডেকে তাদের বাড়িতে ডাকাত পরেছে বলে মসজিদের মাইকে ঘোষণা দেওয়ায়। মসজিদের মাইকে ঘোষণা শুনে ডাকাত দল নগদ তিন লক্ষ টাকা, ২টি চেইন, একটি আংটি, ১ জোড়া কানের দুল, একটি ব্রেসলেটসহ সর্বমোট ২ ভড়ি ২ আনা ওজনের স্বর্নালঙ্কার, ৬টি বিদেশী ব্যাগসহ ৬ লক্ষাধীক টাকার মালামাল নিয়ে পিকআপ যোগে দ্রুত পালিয়ে যায়।
অপর প্রত্যক্ষদর্শী মজিবর ঘরামীর প্রতিবেশী সাইদুল সরদার জানান, ডাকাত কবলিত পরিবারের সদস্যদের ডাক-চিৎকার ও মাইকের ঘোষণা শুনে দৌড়ে রাস্তায় বের হয়ে ডাকাতদের ধরতে গেলে তারা চিৎকার করে আমাকে গুলি করার ভয় দেয়ায়। ফলে আমি দৌড়ে পেছনে ফিরে আসি। ডাকাত দল তখন নির্বিঘেœ পালিয়ে যায়।
ডাকাতির ঘটনার সত্যতা নিশ্চিত করে গৌরনদী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ইউনুস মিয়া জানান, ডাকাতির ওই ঘটনার সাথে জড়িত সন্দেহে পুলিশ সোমবার দুপুরে গৃহকর্তা মজিবর ঘরামীর ছোট ভাই আজগর ঘরামীর ছেলে আল আমীন ঘরামী (৩৮)কে আটক করেছে। তাকে পুলিশী জিজ্ঞাসাবাদ অব্যাহত রয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।