শনিবার, ০৫:৫৬ অপরাহ্ন, ০৮ ফেব্রুয়ারী ২০২৫, ২৫শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।

শিশু সাফওয়ানের হত্যাকারীদের গ্রেফতার ও বিচারের দাবিতে গৌরনদীতে এলাকাবাসীর মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

গৌরনদী প্রতিনিধি :
  • আপডেট টাইম : সোমবার, ৩ ফেব্রুয়ারি, ২০২৫
  • ১০ বার পঠিত

জমি-জমা নিয়ে পূর্ব শত্রুতার জের ধরে হত্যাকান্ডের শিকার বরিশালের গৌরনদী উপজেলার মধ্য হোসনাবাদ গ্রামের শিশু সাফওয়ান (৫) এর হত্যাকারীদের অবিলম্বে গ্রেফতার ও বিচারের দাবিতে সোমবার বিকেলে উপজেলা সদরের গৌরনদী বাসষ্ট্যান্ডে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল কর্মসুচী পালিত হয়েছে।
জানাগেছে, রাজধানী ঢাকার বাসা থেকে দাদার বাড়িতে বেড়াতে এসে বাড়ির শিশুদের সাথে খেলতে গিয়ে গত ১৫ জানুয়ারী (বুধবার) দুপুর ২টার দিকে নিখোঁজ হয় শিশু সাফওয়ান (৫)। এরপর স্বজনরা তাকে অনেক খোঁজাখুঁজি করেন। না পেয়ে শিশুটির দাদা ডা. আব্দুল বারেক সিকদার ওই দিন রাতে গৌরনদী মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করেন।
পরদিন ভোরে গ্রামের রাস্তার পাশের ঢালু জমির ভেতরে পড়ে থাকা শিশু সাফওয়ানের নিথর দেহ উদ্ধার করে এলাকাবাসী। এরপর এলাকাবাসী ও স্বজনরা থানা পুলিশকে খবর দেয়। থানা পুলিশ এসে শিশু সাফওয়ানের লাশ উদ্ধারকরে ময়না তদন্তের জন্য মর্গে পাঠায়। একই সময় পুলিশ হত্যাকান্ডের সাথে জড়িত সন্দেহে ওই গ্রামের বখাটে যুবক রোমান চৌকিদার ওরফে চৌধুরী (২৮) ও মাদক স¤্রাট খ্যাত ইউপি সদস্য মো. মুজাহার চৌকিদার ওরফে চৌধুরী (৫৮)কে আটক করে। নিহত শিশু সাফওয়ান গৌরনদী উপজেলার মধ্য হোসনাবাদ গ্রামের মো. ইমরান সিকদারের ছেলে। সাফওয়ানের লাশ উদ্ধার হওয়ার পর তার বাবা ইমরান সিকদার বাদি হয়ে ১৭ জানুয়ারী শুক্রবার বিকেলে তাদের প্রতিবেশী বখাটে যুবক রোমান চৌকিদার ওরফে চৌধুরী (২৮), তার বাবা লোকমান চৌকিদার ওরফে চৌধুরী (৫৫), স্ত্রী আখি বেগম (২৫), বোন রুবিনা আক্তার (২৬), সরিকল ইউপি সদস্য ও মাদক স¤্রাট মো. মুজাহার চৌকিদার ওরফে চৌধুরী (৫৮) ও শাহাদাত প্যাদা (৫২) এর নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৩ জন মিলে মোট ৯জনকে আসামি করে গৌরনদী মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এরপর পুলিশের হাতে সন্দেহভাজন হিসেবে আটক হওয়া ওই গ্রামের বখাটে যুবক রোমান চৌকিদার ওরফে চৌধুরী (২৮) ও মাদক স¤্রাট খ্যাত ইউপি সদস্য মো. মুজাহার চৌকিদার ওরফে চৌধুরী (৫৮) এর দেয়া শ^ীকারোক্তি মতে পুলিশ তাদেরকে ওই হত্যা মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে সোপর্দ করে।
১৭ জানুয়ারী শুক্রবার বাদ আছর শিশু সাফওয়ানের লাশের জানাজা ও দাফন শেষে বিক্ষুব্ধ জনতা ও গ্রামবাসী মিলে সাফওয়ান হত্যা মামলার এজাহারভূক্ত আসামী লোকমান হোসেন চৌকিদার ওরফে চৌধুরী ও মাদক স¤্রাট খ্যাত সরিকল ইউপির ৯নং ওয়ার্ড সদস্য এবং ওই ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য মো. মুজাহার চৌকিদার ওরফে চৌধুরীর বাড়িতে অতর্কিতে হামলা চালিয়ে বাড়ি ২টিতে ব্যাপক ভাঙচুর করার পর তাতে আগুন ধরিয়ে দেয়। আগুনে পাঁকা ভবনের বাড়ি ২টির ভবন বাদে সকল আসবাবপত্র ও দরজা জানালা পুড়ে ছাই হয়ে যায়।
সাফওয়ান হত্যাকান্ডের দুই সপ্তাহর বেশী সময় অতিবাহিত হলেও পুলিশ হত্যা মামলার বাকী আসামীদেরকে গ্রেফতার করতে পারেনি। এ কারনে ক্ষুব্দ হয়ে ওঠেন নিহত শিশু সাফওয়ানের স্বজন ও এলাকাবাসী। হত্যাকারীদের অবিলম্বে গ্রেফতারসহ বিচারের দাবিতে তারা সোমবার বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলা সদরের গৌরনদী বাসষ্ট্যান্ডে বরিশাল-ঢাকা মহাসড়কের পাশে মানববন্ধন কর্মসুচী পালন করে। মানব বন্ধন শেষে তারা একটি বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি গৌরনদী মডেল থানার সামনে গিয়ে শেষ হয়। এ সময় বক্তব্য রাখেন নিহত শিশু সাফওয়ানের পিতা মো. ইমরান সিকদার, কবি সিকদার রেজাউল করিম, লিটন প্যাদা, নয়ন মনি, ফিরোজা বেগম, তানিয়া আক্তার, বিউটি বেগম, মো. কামরুল সরদার, সাম্মী আক্তার, মো, রাকিব হোসেন প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com