জাতীয় পার্টির বনানীস্থ চেয়ারম্যানের কার্যালয়ের সামনে বিপুল পরিমাণ নেতাকর্মীদের ভিড়। তাদের মুখে মুখে নির্বাচন থেকে সরে আসার ডাক। সিট ৪০টা হলে আমরা নির্বাচনে যাবো। আমরা ৪০টার কম দিলে নির্বাচনে যাবো না এমনটাই বলছেন জাতীয় পার্টির নেতাকর্মীরা। তারা বলছেন, এভাবে নির্বাচন হয় না। আমাদের দাবি মানা না হলে আমরা নির্বাচনে যাব না। নেতার স্লোগান দিচ্ছেন, জিএম কাদেরের কিছু হলে জ্বলবে আগুন ঘরে ঘরে। দালালি আর করিস না, পিঠের চামড়া থাকবে না ইত্যাদি।