২ দিনের রিমান্ড শেষে বিএনপির কেন্দ্রীয় নেতা, সাবেক সংসদ সদস্য ও মিডিয়া সেলের আহ্বায়ক জহির উদ্দিন স্বপনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। পুলিশের অস্ত্র ছিনতাইয়ের মামলায় রিমান্ড শেষে আজ বৃহস্পতিবার স্বপনকে আদালতে হাজির করা হয়। এর আগে গত ২৭ নভেম্বর আদালত ২ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
বৃহস্পতিবার রিমান্ড শেষে তাকে কারাগারে পাঠানো হয়েছে বলে মানবজমিনকে জানিয়েছেন জহির উদ্দিন স্বপনের আইনজীবী সৈয়দ মো. জয়নুল আবেদীন মেসবাহ।
গত ২৮ অক্টোবরে রাজারবাগে পুলিশের সঙ্গে সংঘর্ষ, ভাঙচুর ও পুলিশের অস্ত্র ছিনতাইয়ের অভিযোগে করা মামলায় তার রিমান্ড দেওয়া হয়েছিল। বিএনপির মহাসমাবেশে সংঘর্ষে এক কনস্টেবল নিহত হওয়ার ঘটনায় করা মামলায় এর আগে তাকে ৬ দিনের রিমান্ডে নেওয়া হয়েছিল। এর আগে গত ২ নভেম্বর জহির উদ্দিন স্বপনকে রাজধানী ঢাকার গুলশান থেকে গ্রেপ্তার করা হয়।
জহির উদ্দিন স্বপনের আইনজীবী সৈয়দ মো. জয়নুল আবেদীন মেসবাহ মানবজমিনকে বলেন, পুলিশের অস্ত্র ছিনতাইয়ের মামলায় দুই দিনের রিমান্ড শেষে তাকে আদালতে হাজির করা হয়েছে। এরপরে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে এবং আবার কাসিমপুর কারাগারে নিয়ে যাওয়া হয়েছে। আমরা তার জামিন আবেদনের জন্য প্রস্তুতি নিচ্ছি।