শুক্রবার, ০১:০৮ অপরাহ্ন, ১২ সেপ্টেম্বর ২০২৫, ২৮শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।

৭ রান তুলতেই ৩ উইকেট হারাল ভারত

স্পোর্টস ডেস্ক ‍॥
  • আপডেট টাইম : বুধবার, ১৪ ডিসেম্বর, ২০২২
  • ১৫৩ বার পঠিত

বড় ধাক্কা খেলো ভারত। ফিরে গেছেন বিরাট কোহলি। মাত্র ১ রান করেই তাইজুলের শিকার ভারতীয় ক্রিকেটের এই সুপার স্টার। রিভিউ নিয়েও শেষ রক্ষা হয়নি কোহলির। ফলে খানিকটা স্বস্তি পেল বাংলাদেশ।

এদিকে দ্রুত ৩ উইকেট হারিয়ে বিপাকে ভারত দল। ৭ রানের ভেতর ৩ উইকেট হারিয়েছে ভারত। দলীয় ৪১ রানে শুভমান গিলকে ফেরান তাইজুল। দ্বিতীয় উপলক্ষ এনে দেন খালেদ, ফেরান ভারপ্রাপ্ত অধিনায়ক লোকেশ রাহুলকে। আর দলীয় ৪৭ রানে ফিরলেন কোহলি।

২১ ওভার শেষে ভারতের সংগ্রহ ৩ উইকেটে ৫০ রান। ৫ রান নিয়ে মাঠে আছেন চেতেশ্বর পুজারা। রিশভ পান্ত নিয়েছেন ১ রান।

এর আগে টসে জিতে ব্যাটিং করতে নামে ভারত।

আজ বাংলাদেশ দলে অভিষেক হয়েছে জাকির হাসানের। তিনি সাকিব আল হাসানের কাছ থেকে টেস্ট ক্যাপ নেন। সম্প্রতি ভারত এ দলের বিরুদ্ধে বীরোচিত ১৭৩ রান করে ম্যাচটি ড্র করার কৃতিত্বের সুবাদে তিনি টেস্ট দলে জায়গা পেয়েছেন। এছাড়া তিনি জাতীয় ক্রিকেট লিগে সর্বোচ্চ স্কোরার।

বাংলাদেশ একাদশে আছে পরিবর্তনের ছোঁয়া। অভিষেক হয়েছে জাকির হাসানের। তামিম ইকবালের পরিবর্তে জাকিরকে দেখা যাবে ওপেনে। তবে একাদশে নেই মুমিনুল হক। দুই বিশেষজ্ঞ পেসার ও স্পিনার রয়েছে একাদশে।

ভারতের বিরুদ্ধে একদিনের আন্তর্জাতিক সিরিজে ২-১-এ সিরিজ জিতে এই লড়াইয়ে অবতীর্ণ হয়েছে বাংলাদেশ। অবশ্য শেষ একদিনের ম্যাচে এই চট্টগ্রামেই ভারত বড় ব্যবধানে জয় পেয়ে তাদের আত্মবিশ্বাস অনেকটাই ফিরে পেয়েছে। ফলে কঠিন লড়াইয়ের মুখে পড়তে হচ্ছে বাংলাদেশকে।

বাংলাদেশ একাদশ : জাকির হাসান, নাজমুল হাসান শান্ত, ইয়াসির আলী, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন কুমার দাস, নুরুল হাসান সোহান, মেহেদী মিরাজ, তাইজুল ইসলাম, ইবাদত হোসেন, খালেদ আহমেদ।

ভারত একাদশ : লোকেশ রাহুল, শুভমান গিল, চেতেশ্বর পুজারা, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, রিশভ প্যান্ট, রবিচন্দ্রন আশ্বিন, অক্ষর প্যাটেল, কুলদিপ যাদব, উমেশ যাদব, মোহাম্মদ সিরাজ।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com