মঙ্গলবার, ০৬:২৩ অপরাহ্ন, ০৯ সেপ্টেম্বর ২০২৫, ২৫শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।

আজকের পর থেকে অ্যাপলের ৮টি ডিভাইস বিক্রি বন্ধ

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ০ বার পঠিত

প্রতি বছরের মতো এবারও নতুন আইফোন আসার সঙ্গে সঙ্গে পুরোনো কয়েকটি ডিভাইসের বিদায় ঘটছে অ্যাপলের স্টোর থেকে। আইফোন ১৭ সিরিজের ঘোষণা হওয়ার পর আজ থেকে আটটি জনপ্রিয় পণ্যের বিক্রি বন্ধ করে দিচ্ছে প্রতিষ্ঠানটি। এর মধ্যে রয়েছে চারটি আইফোন, তিনটি অ্যাপল ওয়াচ এবং একটি এয়ারপডস মডেল।

আইফোনের লাইনআপ থেকে সরিয়ে নেওয়া হচ্ছে আইফোন ১৫, আইফোন ১৫ প্লাস, আইফোন ১৬ প্রো এবং আইফোন ১৬ প্রো ম্যাক্স। ওয়াচ সিরিজ থেকেও বাদ পড়ছে অ্যাপল ওয়াচ সিরিজ ১০, অ্যাপল ওয়াচ আলট্রা ২ এবং অ্যাপল ওয়াচ এসই (দ্বিতীয় প্রজন্ম)। এ ছাড়া, বাজার থেকে উঠিয়ে নেওয়া হবে এয়ারপডস প্রো ২।

অ্যাপলের ওয়েবসাইট ও অফিসিয়াল স্টোর থেকে এগুলো আর কেনা যাবে না। তবে খুচরা বিক্রেতাদের হাতে যত দিন মজুত থাকবে, কিছুদিনের জন্য বাজারে পাওয়া যেতে পারে।

চলতি বছরের শুরুতেই আইফোন এসই বাজার থেকে বিদায় নিয়েছিল। তার জায়গায় এসেছে আধুনিক ডিজাইনের আইফোন ১৬ই, যা এখন অ্যাপলের সবচেয়ে সাশ্রয়ী মডেল হিসেবে বিক্রি হচ্ছে ৫৯৯ ডলারে।

আজকের বহুল প্রতীক্ষিত ইভেন্টে অ্যাপল চারটি নতুন মডেল উন্মোচন করতে পারে। সম্ভাব্য লাইনআপ হলো— আইফোন ১৭ (বেস মডেল), আইফোন ১৭ প্রো, আইফোন ১৭ প্রো ম্যাক্স এবং একেবারে নতুন ডিজাইনের আইফোন ১৭ এয়ার। গত বছরের আইফোন ১৬ প্লাসের জায়গা নিতে পারে এই ‘এয়ার’ মডেল, যা হবে আরও হালকা ও পাতলা। ধারণা করা হচ্ছে, এটি হবে অ্যাপলের তৈরি করা সবচেয়ে স্লিম আইফোন।

শুধু আইফোন নয়, আজকের ইভেন্টে নতুন ওয়াচ ও এয়ারপডসেরও ঘোষণা আসতে পারে। বাজারে আসছে অ্যাপল ওয়াচ সিরিজ ১১, অ্যাপল ওয়াচ আলট্রা ৩ এবং অ্যাপল ওয়াচ এসই ৩। পাশাপাশি উন্মোচন হতে পারে এয়ারপডস প্রো (তৃতীয় প্রজন্ম), যা হবে কোম্পানির সর্বশেষ ট্রু-ওয়্যারলেস হেডসেট।

তথ্যসূত্র : নাইনটুফাইভম্যাক

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com